করোনা থেকে সুরক্ষায় উত্তর জেলা পুলিশদের গ্লাভস বিতরণে বিশিষ্ট চিকিৎসক


সবুজ ত্রিপুরানিজস্ব প্রতিনিধি২৭ মার্চ : গোটা পৃথিবী এখন করোনার আতঙ্কে আতঙ্কিত। বর্তমানে ভারত বর্ষে চলছে লক ডাউন। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখাই হচ্ছে করোনা সংক্রমণ রোখার সব চাইতে প্রধান কাজ।


        এই লকডাউনকে সফল করে তুলতে পুলিশ প্রশাসনের ভূমিকা অপরিসীম। তাই আজ ধর্মনগরের বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডঃ তমজ্যোতী নাথ উত্তর জেলা পুলিশ অধীক্ষকের হাতে লক ডাউনের কাজে নিযুক্ত পুলিশদের জন্য হাতের গ্লাভস তুলে দিলেন।



       ডঃ তমজ্যোতী নাথ জানিয়েছেন, মারণব্যাধি করোনার থাবা থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে এ রাজ্যের পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করছেন। পরিশ্রমের সাথে সাথে এই সময় করোনা ভাইরাসের মোকাবিলায় পুলিশ কর্মীদের জীবনের ঝুঁকিও রয়েছেন। তাই জীবনের ঝুকি মেটাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই গ্লাভস দেওয়া হলো। পাশাপাশি উত্তরের পুলিশ অধীক্ষক শ্রী ভানুপদ চক্রবর্তীও ডঃ তমজ্যোতী নাথের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu