সবুজ ত্রিপুরা, পানিসাগর
প্রতিনিধি, ০২ জানুয়ারী : সকাল আনুমানিক ০৯:৩০ মিনিট নাগাদ
উত্তর জেলার পানিসাগরের নগর পঞ্চায়েত অফিস সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে শর্টসার্কিট
থেকে জঙ্গলে আগুন লেগে যায়। ঘটনাস্হলটি আসাম-আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন হওয়ায় পথচারীদের
নজরে আসে। সাথে সাথে পানিসাগর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্হলে ছুটে আসে ও তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শিরা
যানান যে, ট্রান্সফরমারটি যেখানে বসানো হয়েছে, সেই ঘেরাটেপের ভিতরের অংশ আগাছায় ভরে জঙ্গলাকীর্ণ হওয়ায় শর্টসার্কিট থেকে আগুনের
শিখা আগাছায় পড়ামাত্রই আগুন লেগে যায়।
উল্লেখ্য, পানিসাগর নগর পঞ্চায়েত
এলাকার প্রায় সবকটি ট্রান্সফরমারের প্রায় একই দুরবস্থা। কিন্তু এগুলিকে পরিস্কার করার
কোন উদ্যোগ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরিলক্ষিত হয় নি। এলাকার শুভবুদ্ধিসম্পন্ন জনগণের বক্তব্য হল, নগর এলাকায়
যদি বিদ্যুৎ দপ্তরের এই পরিষেবা হয়, তবে গ্রামীণ এলাকার অবস্থা কি হতে পারে, তা সহজেই
অনুমেয়। পথচারিদের সচেতনতা এবং
দমকলকর্মীদের তৎপর প্রচেষ্টায় বড় রকম দূর্ঘটনা থেকে রক্ষা পেল সকলে।
0 মন্তব্যসমূহ