ত্রিপুরার পর্যটকদের জন্য শুরু অডিও গাইড পরিষেবা


সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ০৩ জানুয়ারী : সম্প্রতি ত্রিপুরার ঐতিহ্যবাহী রাজবাড়ী উজ্জয়ন্ত প্রাসাদের অডিও গাইড সার্ভিসের শুভ সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়। গত ১লা জানুয়ারী বুধবার উজ্জয়ন্ত প্রাসাদের কনফারেন্স হলে পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিতএক অনুষ্ঠানের মাধ্যমে পর্যটন ক্ষেত্রে এই নতুন পরিষেবার সূচনালগ্নে উনার সাথে  উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব শ্রী কিরন গিত্তে, দপ্তর অধিকর্তা শ্রী বিশ্বেশ্বর বি সহ অন্যান্যরা
উজ্জ্বয়ন্ত প্রাসাদে অডিও গাইড পরিষেবার সূচনায় পর্যটন মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়
 ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : স্বরূপ ঘোষ।


রাজ্যের পর্যটন ক্ষেত্রে এই পরিষেবার দরুণ বহু উপকৃত হবেন বহিঃরাজ্য থেকে আশা পর্যটকেরা, যারা এই অডিও গাইড-এর মাধ্যমে রাজ্যের ইতিহাস, বিভিন্ন জাতি-জনজাতির কৃষ্টি ও সংস্কৃতির বিষয়ে আরও বেশি করে জানতে পারবেন। প্রথম পর্যায়ে এই পরিষেবা উজ্জ্বয়ন্ত প্রাসাদ ও নীরমহলে  চালু হবে। মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সিংহ রায় আশা ব্যক্ত করেছেন যে, পর্যটন বিকাশের মাধ্যমে রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে এবং এর জন্য সরকার একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu