স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী উদ্‌যাপন



সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১৩ জানুয়ারী : গতকাল ছিল স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মবার্ষিকী।  এ উপলক্ষ্যে সন্ধ্যা আনুমানিক ০৬:০০টা নাগাদ উত্তর জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পদ্মবিল, জলাবাসা এবং পানিসাগর শাখার যৌথ উদ্যোগে একটি র‍্যালীর আয়োজন করা হয়, যা পানিসাগর মোটরস্ট্যান্ড থেকে বাজার এলাকা ও পানিসাগর স্কুলের সামনে পরিক্রমা করে মহকুমা শাসক অফিস সংলগ্ন বিবেকানন্দ মুক্ত মঞ্চে এসে শেষ হয়।


উক্ত র‍্যালীতে অংশগ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলা সংযোজক শ্রী বিজিত শীল, ঊনকোটি বিভাগ সংযোজক শ্রী জয়দীপ মালাকার, সংঘটন মন্ত্রী শ্রী প্লাবন কুমার দাস, পদ্মবিল শাখার সম্পাদক শ্রী রঞ্জিত দাস, প্রাক্তন সম্পাদক শ্রী গোবিন্দ দাস, পানিসাগর শাখার সম্পাদক শ্রী পবিত্র নাথ, প্রাক্তন সম্পাদক শ্রী রূপন নাথ, জলেবাসা সম্পাদক শ্রী অম্লান দাস, সহ-সম্পাদক মণীষ দাস এবং পদ্মবিল সোস্যাল মিডিয়া ইনচার্জ শ্রী সুনিত দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ।



সংঘটনের কার্যকর্তা জানিয়েছেন পদ্মবিল, জলাবাসা এবং পানিসাগর সহ গোটা উত্তর জেলায় বিভিন্ন অনুষ্ঠান যেমন - অঙ্কন প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, তিলথৈ এবং উপ্তাখালি হাসপাতালে রোগিদের মধ্যে ফল বিতরণ সহ সন্ধ্যা ছয় ঘটিকায় পানিসাগর বাজারে একটি মশাল মিছিল ইত্যাদির মধ্যে দিয়ে স্বামীজীর জন্মবার্ষিকী পালিত হয়েছে। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu