রাজ্য সীমান্তে আবারও আটক সন্দেহভাজন বিদেশী নাগরিক


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১৬ নভেম্বর: আবারও পুলিশের হাতে আটক হয় রাজ্য থেকে পাচারের সময় ৩ বিদেশী নাগরিক। পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের রুটিন তল্লাশিতে এরা ধরা পড়ল। ধৃতরা সবাই যুবক।
জানা গে‌ছে, গতকাল শুক্রবার রাত ৭:৩০ মিনিট নাগাদ ML05N/1899 নম্বরের রায়ন নৈশ বা‌সে চেপে আগরতলা থে‌কে গুয়াহা‌টি‌তে পা‌ড়ি দেবার প‌থে চোরাইবা‌ড়ি পু‌লি‌শের রু‌টিন চে‌কিং‌য়ের সম‌য়ে ধরা প‌ড়ে ৩ নাইজেরিয়ান যুবক। ধৃতদের নাম -  অনিযাই‌বি, এজা‌নিয়া ওয়ারা ও এ্যা‌সি‌মি এবং প্র‌ত্যে‌কের বয়স ২৫-৩০-এর ম‌ধ্যে।‌ তা‌দের হা‌তে পাস‌পোর্ট সহ বাংলা‌দেশী ভিসা ও সে দে‌শের প্রমাণপত্র থাক‌লেও ও‌দের হা‌তে ভারতীয় কোনও বৈধ ভিসা পাওয়া যায়‌নি। এ‌তে সহ‌জেই অনু‌মেয় যে, ওরা কোনও দুরভিসন্ধি নিয়ে বাংলা‌দেশী দালাল‌দের হাত ধ‌রে অন্যায় পথে ভার‌তে প্র‌বেশ ক‌রে‌ছে। ধৃতদের কাছ থেকে ভারতীয় ৫ হাজার টাকা সহ ৫ টি মোবাইল উদ্ধার করেছে অসম পুলিশ।

উল্লেখ্য যে, গত কয়েকদিনের মধ্যেই মোট তিন দফায় রাজ্য সহ ত্রিপুরায় ১০ জন বিদেশী নাগ‌রিক ধরা পড়েছে। এইসব ঘটনার ফলে এলাকার সচেতন মহ‌লে সীমান্ত সুরক্ষার দিক নি‌য়ে স্বাভা‌বিক ভা‌বেই নানা প্রশ্ন চিহ্ন দেখা দি‌য়ে‌ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu