কদমতলায় আগর ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু


সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১০ জুলাই :-- আগর ফ্যক্টরী কি কাজ করবে পঞ্চায়েত ভোটে? ২৫ বছরে বামেরা বহুমুল্যমান আগর কে বৈধতা দিতে পারলো না অথচ মাত্র দেড় বছরে আগর শিল্পে রূপান্তরিত করলো বিজেপি-আইপিএফটি  জোট সরকার। আগর ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু হতেই খুশীর জোয়ার আগর চাষী, আগর ব্যবসায়ী ও আগর শ্রমিকদের মধ্যে। উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় ২০ হাজার আগর শ্রমিক রয়েছেন। তারা এই কাজের উপর নির্ভর। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তারা।
অন্যদিকে ভোট প্রচারে বেরিয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির ৯ নং আসনের প্রাথী সুব্রত দেব জানান কদমতলায় একটি লাইসেন্স দেওয়া হয়েছে এবং আরো লাইসেন্স শীঘ্রই দেওয়া হবে, যাতে আগরকে ঘিরে কদমতলা ব্লক এলাকায় শিল্প স্থাপন হয় সেই লক্ষে সরকার কাজ করছে। প্রসঙ্গতঃ রাজ্য সরকার আগরের আন্তর্জাতিক মার্কেট স্থাপনের প্রয়াস চালাচ্ছে কদমতলায়। আগরের তেল বহু মুল্যমান। সৌদি আরব সহ  মধ্যপ্রাচ্যে যায় ত্রিপুরার আগরের তেল। রাজ্য সরকার কুইন আনারসের মত আগরকে বিদেশে পাঠাবার প্রয়াস চালাচ্ছে। গোটা ত্রিপুরা রাজ্যে ৫৪ লক্ষ আগর গাছ রয়েছে তার মধ্যে ৫৩ লক্ষ গাছই রয়েছে উত্তর জেলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu