সবুজ ত্রিপুরা ,চুরাইবাড়ি
প্রতিনিধি, ১১ জুলাই : বর্তমান জোট সরকারের আমলে বিভিন্ন বিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে পড়ুয়াদের আন্দোলন যেন থেমে নেই রাজ্যে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলনের ঘটনা শোনা যাচ্ছে ইদানিং কালে। আর বর্তমান সরকার সমস্যা নিরসনের বদলে উল্টো পূর্বতন সরকারের ঘাড়ে এইসবের দায় চাপাতে মরিয়া।
ফের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে পথে নেমে আন্দোলন করল ছাত্র-ছাত্রীরা। ঘটনা বৃহষ্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাটের হালামবস্তী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে। ১৯৬৪ সনে বিদ্যালয়টি পথ চলা শুরু করলেও এখনো পর্যন্ত বিদ্যালয়ে পৌছোয়নি বিদ্যুৎ, নেই পানীয় জলের সুব্যবস্থা, বেঞ্চের অভাবে কচিকাঁচাদের ক্লাস করতে হয় মেঝেতে বসেই, পর্যাপ্ত শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পঠন পাঠন, বর্ষার মরসুমে শ্রেণীকক্ষের ছাদ দিয়ে বিনা বাধায় বৃষ্টির জল প্রবেশ করে ক্লাসের ভেতরে আর এর মধ্যেই ক্লাস করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে। এছাড়াও আরও নানান সমস্যার মধ্য দিয়েই খুঁড়িয়ে
খুঁড়িয়ে চলছে বিদ্যালয়টি।
বর্তমানে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী রয়েছে ২০৯ জন এবং তাদের পাঠ দানের জন্য শিক্ষক আছেন ৮ জন। সকলের
অভিযোগ, এসব সমস্যা নিরসনে কর্তৃপক্ষকে বার বার আবেদন জানানোর পরও কাজ হয়নি। বাধ্য হয়ে গত ২৫ জুন বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের দাবী আদায়ে বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধে বসে তখন স্থানীয় শাসক দল পরিচালিত পঞ্চায়েত জনপ্রতিনিধীরা এসে চলতি মাসের ১০ তারিখের মধ্যে সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছিলেন কিন্তু সমস্যার কোন সুরাহা হয়নি বলে জানায় ছাত্র-ছাত্রীরা। বাধ্য হয়ে ফের বৃহষ্পতিবার আন্দোলনে নামে স্কুল পড়ুয়ারা। পথ আটকে প্রায় তিন ঘন্টা আন্দোলন চালায় তারা।
এদিন ছিল প্রাকৃতিক দূর্যোগ,
কিন্তু সেই দূর্যোগকে উপেক্ষা করেই বৃষ্টিস্নাত হয়ে বিদ্যালয়ের কচিকাচা ছাত্র-ছাত্রীরা সামিল হয় আন্দোলনে। খবর পেয়ে ছুটে যান কুমারঘাট মহকুমা বিদ্যালয় পরিদর্শক সিসি দেওয়ান এবং সমস্যা নিরসনের আশ্বাস দেন ছাত্র ছাত্রীদেরকে বলে জানান তিনি। উনার আশ্বাসে অবরোধ ও আন্দোলন উভয়ই
প্রত্যাহার করা হয়। এদিকে পড়ুয়াদের দাবির যৌক্তিকতা স্বিকার করেছেন বিদ্যালয়ের ইনচার্জ প্রলয় তারন কর। বর্তমান জোট সরকারের আমলে শিক্ষাঙ্গনের এহেন হাল দেখে অবাক হচ্ছেন অনেকেই। এখন দেখার বর্তমান সরকার পড়ুয়াদের কথা মাথায় রেখে বিদ্যালয়টির সমস্যা নিরসনে আদৌ কোন কার্যকরী পদক্ষেপ নেয় কিনা।
আরও পড়ুন : বিভিন্ন দাবি নিয়ে কদমতলার উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালইয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের পথ অবরোধ
0 মন্তব্যসমূহ