সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিনিধি, ০৩ জুলাই
: উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ও ঊনকোটি
জেলার অন্তর্গত গৌরনগর
ব্লকের ভাই ভাই ক্লাবের পরিচালনায় জেলার নেহরু যুব কেন্দ্র সংস্থানের আওতাভুক্ত বিভিন্ন সামাজিক সংস্থাকে
নিয়ে আজ সকাল ১১.০০ ঘটিকায় ঊনকোটি জেলা পরিষদের কনফারেন্স
হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক পর্যালোচনা সভা।
এই সভার সভাপতিত্ব করেন ভাই ভাই ক্লাবের সভাপতি
শ্রী দীপঙ্কর রায়। এছাড়াও উপস্থিত
ছিলেন উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্রের জেলা যুব সংযোজিকা শ্রীমতি জবা চক্রবর্তী
মহোদয়া ও সম্পাদক শ্রী
রনদ্বীপ রুদ্রপাল মহোদয়। উক্ত সভায় ক্লাবগুলির বার্ষিক কর্মসূচির পরিকল্পনা করা হয়। এছাড়াও স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ
২০১৯ যা ১০ জুন থেকে ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত চলবে, রক্তদান কর্মসূচি, জলসংরক্ষণ, জাতীয়
কৃমিনাশক দিবস, বৃক্ষরোপণ, প্লাস্টিক ব্যাগ বর্জন, প্রাকৃতিক বিপর্যয়ের মত আজকালকার
দিনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং আগামী দিনে এগুলোর বাস্তবায়নের জন্য
পদক্ষেপ গ্রহণ করা হয়।
![]() |
গৌরনগরে ভাই ভাই ক্লাবের পর্যালোচনা সভা। ছবি : নিজস্ব। |
আজকের সভার পরিচালনার দায়িত্বে
ছিলেন গৌরনগর ব্লকের স্বেচ্ছাসেবী শ্রীমতি
ডালিয়া পাল মহোদয়া। সভাপতির
বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
0 মন্তব্যসমূহ