অবশেষে আগর চাষকে বৈধতা দিল ত্রিপুরা সরকার


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ১৪ জুন : কিশোর রঞ্জন হোড়, চুরাইবাড়ি প্রতিনিধি ১৪ জুন:-- একদিনের সেমিনার ও প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে আগরকে বৈধতা দিল ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যের প্রথম লাইসেন্সধারী আগর ব্যবসায়ী হচ্ছেন উত্তর জেলার কদমতলার আব্দুল হাসিমকদমতলা পঞ্চায়েত সমিতি হলে প্রদীপ প্রজ্জ্বলন ও আগরের চারা রোপন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী টিংকু রায়অনুষ্ঠানের মাধ্যমে আগর ব্যবসায়ী হাসিম উদ্দিনের  হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন শ্রী টিংকু রায় এবং তার হাতে বনদপ্তর এর সার্টিফিকেট তুলে দেন ত্রিপুরা রাজ্যের বন আধিকারিক শ্রী অনিল রস্তোগী
 
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী টিংকু রায়

প্রসঙ্গতঃ আগরকে কেন্দ্র করে কদমতলা তথা  উত্তর জেলায় শিল্প স্থাপন করা হবে তাতে করে উত্তর জেলার অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হবেমুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের সদিচ্ছায় এবং ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান শ্রী  টিংকু রায়ের অক্লান্ত প্রয়াসে আগরকে বৈধ ব্যবসা করা গেছে বিগত ২৫ বছরে বামেরা যা পারেনি, তা দেড় বছরের বিজেপি সরকার করে  দিয়েছে
আগর ব্যবসায়ী হাসিম উদ্দিনের  হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন শ্রী টিংকু রায়
 আজকের সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান শ্রী টিংকু রায়, বনদপ্তর এর বন আধিকারিক শ্রী অনিল রস্তোগী সহ বনদপ্তরের বিভিন্ন আধিকারিকরা ছিলেন আসামের জোরহাট থেকে আগত বিজ্ঞানী শ্রী আর কে বরা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী শ্রী সুব্রত দেব আগরকে বৈধ শিল্প ঘোষণা করায় উত্তর জেলা জুড়ে খুশির হাওয়া বইছে

এদিকে রাজ্যের সর্বপ্রথম আগরের লাইসেন্স পেয়ে এবং শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে ৫ লক্ষ টাকার চেক পেয়ে অনেকটাই উৎসাহিত উত্তরের কদমতলার আগর ব্যবসায়ী হাসিম উদ্দিনএদিকে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান শ্রী টিংকু রায় জানান, ত্রিপুরা রাজ্যে মোট ৫৪ লক্ষ আগর গাছ রয়েছে, তার মধ্যে ৫৩ লক্ষ আগর গাছ ধর্মনগর মহাকুমায় রয়েছে স্বাভাবিকভাবেই ধর্মনগর মহাকুমার কদমতলায় আগর ব্যবসা আন্তর্জাতিক বাজারে স্থান লাভ করবে এমনকি আন্তর্জাতিক বাজারে যারা বড় বড় আগর ব্যবসায়ীরা রয়েছেন উনারা সরাসরি কদমতলার আগর ব্যবসায়ীদের সাথে আগর ব্যবসা করবেন তারপর কদমতলা পঞ্চায়েত সমিতি হলে একদিনের আগরকে নিয়ে সেমিনার ও প্রশিক্ষণ শিবিরে অত্র এলাকার ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতে আগর চাষের সুপরামর্শ প্রদান করা হয়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu