সবুজ ত্রিপুরা, বিশেষ প্রতিনিধি,
১৯ জুন : সভার সর্বোচ্চ ঐতিহ্য অনুযায়ী
সর্বসম্মতিক্রমে সপ্তদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় শ্রী ওম বিড়লাকে
স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
আজ লোকসভায় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাকে
স্বাগত জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সংসদের সকল সদস্যের কাছে
অত্যন্ত গর্বের মূহূর্ত যে এমন একজন সম্মানিত ব্যক্তিত্ব সভার অধ্যক্ষ হয়েছেন।.তিনি বলেন,
শ্রী ওম বিড়লা বহু বছর যাবৎ সাধারণ মানুষের সাথে যুক্ত রয়েছে এবং
একজন ছাত্রনেতা হিসাবে শুরু করে ধারাবাহিকভাবে সমাজের সেবা করে চলেছেন। রাজস্থানের কোটা রূপান্তর ও সামগ্রিক
উন্নয়নের ক্ষেত্রে ওম বিড়লার ভূমিকার প্রশংসা করেন তিনি।
নতুন অধ্যক্ষর সাথে দীর্ঘ সম্পর্কের
কথাও এদিন প্রধানমন্ত্রী স্মরণ করেন। বন্যা
পরবর্তীতে কেদারনাথ ও ভূমিকম্পে বিধ্বস্ত কচ্চ পুনর্গঠনে শ্রী ওম বিড়লার সেবা ও
ভূমিকার কথাও প্রধানমন্ত্রী স্মরণ উল্লেখ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, সপ্তদশ লোকসভায় অধ্যক্ষ পদে
একজন সহানুভূতিশীল নেতাকে পেতে চলেছেন।
সভা ও কার্যসূচী পরিচালনায় সদস্যদের কাছ
থেকে সমস্ত রকমের সহায়তা পাবেন বলে অধ্যক্ষকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন : নবনির্বাচিত সকল মন্ত্রীদের সাথে রাইসিনা হিলে শপথগ্রহণ
0 মন্তব্যসমূহ