উচ্চ মাধ্যমিক : বিজ্ঞান বিভাগের ফল ২১ মে



সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৭ মে : ত্রিপুরা  মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৯ সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফল আগামী ২১শে মে, ২০১৯ মঙ্গলবার সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও নিম্নলিখিত ওয়েবসাইট এবং এসএমএস পরিষেবার মাধ্যমে সকাল ৯:৪৫ মিনিট থেকে পরীক্ষার প্রভিশনাল ফলাফল জানতে পারবে।
        এসএমএস পরিষেবা : উচ্চতর মাধ্যমিক বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল জানতে আপনার ফোন থেকে টাইপ করুন TBSE12<Space>Roll No. এবং বিএসএনএল অথবা অন্য কোনও নেটওয়ার্ক পরিষেবার ব্যবহার করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠাতে হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu