উত্তর জেলার হাফলং-এ আয়োজিত হল মেগা স্বাস্থ্য শিবির

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৬ মে : উত্তর ত্রিপুরা মহিলা মোর্চার উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল এক মেগা স্বাস্থ্য শিবিরউত্তর জেলার ধর্মনগরের অন্তর্গত হাফলং এলাকার চিন্তালোহার সদন কমিউনিটি হলে গতকাল সকাল ১০ ঘটিকায় এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়।
                এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধকরূপে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী বর্ণালী গোস্বামী, বিজেপি উত্তর জেলা মহিলা মোর্চার সভাপতি শ্রীমতী মলিনা নাথ, বিজেপি দলের উত্তর জেলার সভাপতি শ্রী ভবতোষ দাস প্রমুখ বিশিষ্টজনেরা।

                 উক্ত শিবিরে উত্তরজেলা হাসপাতালের ৪ জন চিকিৎসক উপস্থিত ছিলেন। এরা হলেন - ডঃ অপরান্ত দেবনাথ, ডঃ নীহারিকা শর্মা, ডঃ সন্দীপক রায় এবং ডঃ পুষ্পল চৌধুরী প্রমুখ। এই শিবিরে ৩০০ জনেরও অধিক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu