সাব্রুমে ভারত-বাংলা সীমান্তে দ্বিতীয় ইন্টিগ্রেটেড চেক পোস্ট অনুমোদিত


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৪ মে : দক্ষিণ ত্রিপুরায় সাব্রুমে ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) স্থাপনের জন্য ২০১৬ সালে ত্রিপুরা সরকারের পেশকৃত প্রস্তাবকে গত সোমবার কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সীমান্ত ব্যবস্থাপনা সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়আখাউড়া আইসিপির পর ত্রিপুরার ইন্দো-বাংলা সীমান্তে এটি দ্বিতীয় আইসিপি হবে প্রকল্পটি ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে
গত কয়েক বছরে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ প্রদান প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে। উল্লেখ্য, এই প্রস্তাবটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ নীতিগতভাবে অনুমোদন করে২০১৮ সালের ডিসেম্বরে, ভারত সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন করার একটি চুক্তি অনুমতি স্বাক্ষর করেন আইসিপি স্থাপনের জন্য প্রয়োজনীয় ৪৯ একর জমি আরও একর সরকারি জমি সহ শিল্প বিভাগের দ্বারা চিহ্নিত করা হয়েছিল
এদিকে, ফেনী নদীর উপর একটি সেতু নির্মাণের কাজও নিয়মিত চলছে। গত সোমবারের বৈঠকে ত্রিপুরা সরকারের বিশেষ সচিব কিরণ গিট উপস্থিত ছিলেনএতে সাব্রুমে একটি পূর্ণাঙ্গ আইসিপি প্রয়োজনে জনগণ পণ্যের বিপুল ট্র্যাফিক লক্ষ্য করে তীব্র জোর দেওয়া হয়অবশেষে, সীমান্ত ব্যবস্থাপনা সচিব সাব্রুম আইসিপি প্রকল্পের অনুমোদন দেনভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে প্রকল্পটির সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা নজর রাখা হচ্ছেবৈঠকে বহিরাগত বিষয়ক মন্ত্রণালয়, উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রণালয়, বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, বিএসএফ, ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষ ত্রিপুরা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu