বিজেপি দলের বিরাট জয়লাভ : রাজ্যের বিভিন্ন স্থানে বিজয় মিছিলের আয়োজন


সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি প্রতিনিধি, ২৬ মে : গত ২৩ মে বৃহস্পতিবার দেশের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। বিজেপি দল সমগ্র দেশে ৩০৩ টি আসনে বিজয়লাভ করেছে। রাজ্যের পূর্ব ও পশ্চিম দুটি আসনেও বিজেপির জয়লাভের পর রাজ্যের সবকটি বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় মিছিল। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর জেলার ৫৪-কদমতলা জনসভা কেন্দ্রও পিছিয়ে নেই এই বিজয় উল্লাসে আজ কদমতলা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে কর্মী সমর্থকরা মিলিতর হয়ে এক বিজয় মিছিলের আয়োজন করেন। সমগ্র কদমতলা অঞ্চল ছিল গেরুয়া রং-এ রাঙ্গানো ব্যান্ডপার্টি, নাচ-গান, আতশবাজি গেরুয়া আবিরে ছিল কদমতলা একাকার। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব মোর্চার সভাপতি তথা টি আই ডি সি-এর সভাপতি শ্রী টিংকু রায় মহাশয়। সঙ্গে ছিলেন কদমতলা মন্ডল সভাপতি শ্রী বিদ্যাভূষণ দাস ও উত্তর জেলার কিষান মোর্চার সভাপতি শ্রী সুব্রত দেব প্রমুখ। শ্রী রায় জানান, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের এবং মহিলাদের বিকাশের জন্য গত ৫ বছরে যে কাজ করে গেছেন, তারই ইতিবাচক ফলাফলকে সমর্থন করার প্রমাণ দিয়েছে জনতা দেশকে আরো শক্তিশালী করার জন্য এবং এর সার্বভৌম বিকাশের জন্য প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, তার বিজয় হয়েছে এরই খুশিতে সারা রাজ্যের সাথে কদমতলার যুব সমাজও বিজয় উৎসব করছে
উত্তর জেলা যুব মোর্চা সভাপতি শ্রী টিংকু রায়কে নিয়ে কদমতলায় বিজেপি দলের বিজয় মিছিল
উল্লেখ্য, ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফলে জয় পাওয়ার পর বিজেপি দিল্লীর মসনদে অধিকার ধরে রাখতে পারায় সকল কর্মী সমর্থকেরা উচ্ছ্বসিত। ত্রিপুরাতেও দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দুটি আসনে জয়লাভ করায় স্বাভাবিক ভাবেই খুশির আবহে ভাসছে রাজ্য বিজেপি দল। গোটা রাজ্যজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে চলছে বিজয় উল্লাস

এদিকে জয়ের আনন্দে রবিবার নকোটি জেলার ফটিকরায় বিধানসভার রাজনগর, ফটিকরায়রাধানগর সহ ৭ টি পঞ্চায়েত একযোগে মিলিত য়ে বিজয় মিছিল বের করে। রাজনগরের মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্রী শিবেন্দু ঘোষ, উপপ্রধান তথা  বিজেপি যুবমোর্চার ফটিকরায় মণ্ডল সভাপতি শ্রী প্রীতম বিশ্বাস সহ অন্যান্য কর্মী সমর্থকেরাবিজয়ের আনন্দে একে অপরকে গেরুয়া রঙে রাঙিয়ে তোলেন সবকটি মিছিলেই অংশ নিলেন এলাকার বিধায়ক শ্রী সুধাংশু দাসবিধায়ককে কাছে পেয়ে সকলেই যেন বাড়তি আনন্দ পেলেন মিছিলে গিয়ে শ্রী দাস নিজ প্রতিক্রিয়ায় জানান, এই জয় প্রত্যাশিত ছিল এবং এর জন্য তিনি গোটা রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ফটিকরায় বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতভিত্তিক এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu