ত্রিপুরার পূর্ব আসনের ভোট পিছিয়ে গেল!


পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনে সন্তুষ্ট হতে না পেরে ভারতের নির্বাচন কমিশন পূর্ব ত্রিপুরা আসনের ভোট ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ঘোষণ দিল। আইনশৃঙ্খলার অবনতির কারণেই কমিশনের এই সিদ্দান্ত। পাশাপাশি আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের মহানির্দেশক রাজীব সিং-কে সরিয়ে দেয়া হয়েছে। এই জায়গায় আনা হয়েছে ভি এস যাদবকে। তিনি ১৯৮৭ ব্যাচের আইপিএস ক্যাডার। রাজীব সিং ১৯৯৩ সালের আইপিএস ক্যাডার। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে মাত্র এগারো মাস ক্ষমতায় থাকা একটি সরকারের জনসম্পর্ক নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। তাছাড়া সর্বভারতীয় ক্ষেত্রেও এর একটা কুপ্রভাব পড়তে বাধ্য। এখন আগামী দিনে কি হয় এটাই দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu