ভারতবর্ষে গণতন্ত্রের মতদান উৎসব!

ভারতে গণতন্ত্রের মতদান উৎসবের অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও গত ১১ এপ্রিল ও ২৩শে এপ্রিল এই উৎসবের সমাপ্তি হল। উৎসবের মেজাজে ভোটদান করা ত্রিপুরার মানুষের একটা অতীত ঐতিহ্য রয়েছে। ১১ এপ্রিলের ভোটদান নানাভাবে বাধাপ্রাপ্ত হলেও ২৩ তারিখের এই পর্ব শান্তিপূর্ণ ছিলই। রাজনৈতিক দলগুলির প্রথম ও প্রাথমিক কর্তব্য মানুষের উপর বিশ্বাস করা। উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়েই এই বিশ্বাসের ভিত্তিপ্রস্তর গড়ে ওঠে। গণতন্ত্রে পালাবদল হবেই। তা না হলে কিসের গণতন্ত্র? গণতান্ত্রিক ব্যবস্থায় কোণ রাজনৈতিক দল একাধিকপত্য কায়েম করতে চাইলেই স্বৈরতন্ত্রের চেহারা ফুটে ওঠে। আর এটাই গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে তুলে। দেখা দেয় হানাহানি, মারামারি, বুথ জ্যাম আরও কত কী! এটা কোন ভাবেই কাম্য নয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu