রাজ্যভিত্তিক বিশ্ব যক্ষ্মা দিবস উদ্‌যাপন


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৫ মার্চ : আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে গতকাল ২৪শে মার্চ রাজ্যভিত্তিক বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী সমরজিৎ ভৌমিক প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন।

এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন এন এইচ এম মিশন অধিকর্তা ডঃ শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ যে কে দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডঃ এস কে চাকমা, আই এম এ ত্রিপুরা শাখার সভাপতি ডঃ শঙ্কর রায়, ত্রিপুরা লায়ন্স্‌ ক্লাবের চেয়ারম্যান ডঃ এস কে ধর, টি এস এ বি এসের প্রকল্প অধিকর্তা ডঃ ফণীন্দ্র কুমার মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন স্টেট টি বি অফিসার ডঃ রণেন্দ্র কুমার বর্মণ।


আলোচনায় প্রত্যেকেই যক্ষ্মারোগ ও এর সম্পর্কে সচেতনতার উপর বক্তব্য রাখেন। এছাড়াও এই বিষয়ের উপর একটি নাটক ও মঞ্চস্থ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu