পানীয় জলের দাবিতে কদমতলায় এলাকাবাসীর পথ অবরোধ

সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ২৫ মার্চ : পানীয় লের দাবিতে বিক্ষোভ প্রদর্শন। লোকসভা ভোটের প্রাক্কালে পানীয় জলের সমস্যার কারণে গতকাল ২৪শে মার্চ, রবিবার উত্তর জেলার কদমতলা ব্লকের পৃথক দুটি স্থানে রাস্তা অবরোধ করে রাখেন সেখানকার এলাকাবাসীরা। প্রথম অবরোধটি হয় বড়গোল গ্রামে এবং পরে কদমতলা কালীবাড়ির সামনে স্থানীয়রা রাস্তা অবরোধ করে

 সাতদিন থেকে জল নেই গোটা কদমতলা এলাকা জুড়ে পাম্প অপারেটর ও ডিডাব্লিউএস দপ্তরের গাফিলতির ফলে ভোগান্তিতে পড়েছেন আমজনতা কদমতলা থানার পুলিশ বড়গোলে কদমতলা - ধর্মনগর সড়ক অবরোধ মুক্ত করলে কদমতলা কালিবাড়ীর সামনে অবরোধ চলতে থাকে। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ছুটে আসেন। তাঁরা জনতার সাথে কথা বলে তাঁদেরকে আশ্বাসন দেন যে, আজকের মধ্যেই জলের সমস্যা দূর করা হবে


ডিডাব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ারের কথায় আশ্বস্ত হয়ে অবরোধকারীরা কদমতলা ধর্মনগরের ব্যস্ততম সড়কটি অবরোধমুক্ত করে দেন তারপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় ব্যস্ততম কদমতলা-ধর্মনগর সড়কটি কয়েক ঘন্টার অবরুদ্ধ থাকার ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu