ঊনকোটি জেলার কুমারঘাট পুর এলাকার সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ প্রদান


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৬ মার্চ : ভারত সরকারেরে একটি অন্যতম জনকল্যাণ প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়ার কর্মসূচী সারা রাজ্যের সাথে সাথে কুমারঘাট মহকুমায়ও বাস্তবায়িত হচ্ছে। এই কর্মসূচী অনুযায়ী গতকাল মহকুমার বিমল সিন্‌হা শপিং কমপ্লেক্সে কুমারঘাট পুর এলাকার ১৪৩ তি পরিবারকে বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হয়।

          এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী ভগবান দাস বলেন যে, দেশের প্রধানমন্ত্রী নারীদেরকে সম্মান জানাতে একটি সুন্দর জাতীয় প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পটির সূচনা অনেক আগেই শুরু হয়েছিলো। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রকল্পের কাজ দ্রুত হচ্ছে। তিনি আরও বলেন যে, রাজ্যে কেন্দ্রীয় সরকার যে সকল উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে, তা সুনির্দিস্ত পথে ও সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে।

          এই অনুষ্ঠানটিতে স্বাগত ভাষণ দেন কুমারঘাটের মহকুমাশাসক শ্রী সন্দীপ চক্রবর্তী। সভাপতিতেও করেন সমাজসেবী শ্রী তরুণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী কার্তিক দাস, শ্রী অনিমেষ সিন্‌হা, শ্রী রঞ্জু দেবনাথ, শ্রী মানিক দেব, সেলিমউদ্দিন খান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu