রাজনীতির আঙ্গিনায় এক ধ্রুবতারা




সবুজ ত্রিপুরা, ২৫ মার্চ : মনোহর পারিককর ভারতের রাজনীতির আঙ্গিনায় যে ছাপ রেখে গেলেন, আকাশের ধ্রুবতারার মতো তা চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। উচ্চশিক্ষায় শিক্ষিত পারিককর ছিলেন ভিআইপি কালচারবিরোধী। ভারতের প্রতিরক্ষামন্ত্রী থেকে চারবারের মুখ্যমন্ত্রী হয়েও তিনি কোন প্রটোকলের ধার ধরতেন না। সাদামাটা জীবন-যাপন, গায়ে হাফসার্ট-পায়ে চপ্পল এই ছিল তাঁর পোশাক। মুখ্যমন্ত্রী হয়েও তিনি স্কুটার নিয়ে বেড়িয়ে পড়তেন। কোন সিকিউরিটি সঙ্গে নিতেন না। বাসে চড়ে যাতায়াত করতেন। সাধারণ হোটেলে গিয়ে খাবার খেতেন। মানুষের কাছে থাকতেই তিনি ভালবাসতেন। অথচ ছিলেন একজন দক্ষ প্রশাসক। একালের রাজনৈতিক নেতার ঘুম থেকে উঠে মনোহরের জীবনী পড়বেন, যদি কিছু শোধরায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu