প্রচুর পরিমাণে নেশার কফ্‌ সিরাপ ‘কডিন’ উদ্ধার, ধৃত দুই

সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ২০ মার্চ :-- অসমের করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দির চাঁন্দ‌খিরা কদমতলা সীমান্ত সড়ক দি‌য়ে বুধবার দুপুর দেড়টা নাগাদ এএস-১০‌সি-০৭০৩ নম্বরের এক‌টি লাল রং‌য়ের অল্টো গাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দির চাঁন্দ‌খিরা কদমতলা সীমান্ত সড়ক দি‌য়ে রাজ্যে প্র‌বে‌শের মু‌খে সোনা‌খিরা পু‌লিশ চেক গেটের কর্মীদের হাতে ধরা প‌ড়ে


উক্ত গাড়িটি‌তে তল্লা‌শি চালানোর পর উদ্ধার করা হয় ঔষ‌ধের বেশক‌টি কার্টুনএসব কার্টু‌নের কয়‌টি‌র উপর কিছু বৈধ ঔষধ ভ‌র্তি করা থাক‌লেও ভিতর থে‌কে জব্দ করা হয় প্রায় তিন'শ বোতল অ‌বৈধ ক‌ডিন জাতীয় নেশার কফ্‌ সিরাপ। কা‌ন্ডে ধরা প‌ড়ে দু যুবক। এদের একজন গাড়ির চালক এবং অন্যজন অবৈধ পাচারকা‌রি বলে জানিয়েছে পু‌লিশ। ধৃতদের মধ্যে রয়েছে সুমন রায় (‌৩৩), পিতার নাম স‌ত্যেন্দ্র রায়, বা‌ড়ি পাঁচগ্রা‌মের কা‌লিনগর গ্রামে। অন্যজন স‌ঞ্জিব দাস (৪২), ‌পিতার নাম সুকুমার দাস, বা‌ড়ি লা‌গোয়া কাটাখা‌লে

আটক করা অল্টো গাড়িটি, যাতে করে নেশাসামগ্রী পাচার করা হচ্ছিল।
এ ম‌র্মে চেক গেট ইনচার্জ র‌বিদাস বাবু জানান যে, ওরা শিলচ‌রের রা‌ঙ্গিরখা‌ড়ি এলাকার সারদা ড্রাগস থে‌কে বি‌ভিন্ন বৈধ ঔষধ ক্রয় ক‌রে স্থানীয় কাঁঠালত‌লি এলাকার নিউ ড্রাগস্‌ হাউসের নামে চালান কেটে এসবের আড়ালে নেশার অ‌বৈধ কফ্‌ সিরাফগু‌লো পাচা‌রের উদ্দে‌শ্যে ছিল
ছবি : কিশোররঞ্জন হোর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu