সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২০ মার্চ : গতকাল ১৯ শে মার্চ রাষ্ট্রপতিভবনে আয়োজিত
এক অনুষ্ঠানে অসাধারণ সাহস ও কর্তব্যে উৎকৃষ্ট প্রদর্শনের জন্য দেশের মাননীয়
রাষ্ট্রপতি ও ভারতীয় সশস্ত্রবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক শ্রী রাম নাথ কোবিন্দ অসাধারণ
সাহস ও কর্তব্য প্রদর্শনের জন্য ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর সদস্যদের ৩ টি কীর্তি
চক্র ও ১৫ টি শৌর্য চক্র সম্মান প্রদান করলেন।
এদের মধ্যে ২ টি মরণোত্তর
কীর্তি চক্র ও ১ টি মরণোত্তর শৌর্য চক্র ছিল।
এছাড়াও মাননীয় রাষ্ট্রপতি
শ্রী কোবিন্দ সশস্ত্র বাহিনীর বরিষ্ঠ আধিকারিকদেরকে অসাধারণভাবে দেশের প্রতি
বিশিষ্ট সেবাপরায়ণতার জন্য ১৫ টি পরম বিশিষ্ট সেবা পদক, ১ টি উত্তম যুদ্ধ সেবা পদক
এবং ২৫ টি অতি বিশিষ্ট সেবা পদকও প্রদান করেন।
0 মন্তব্যসমূহ