সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১৪ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে
রেখে বিভিন্ন মুদ্রণ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ই ভি এম ও ভি ভি প্যাট-এর
কার্যপদ্ধতি নিয়ে আজ আগরতলাস্থিত প্রজ্ঞাভবনের ৩ নং হলে একদিবসীয় এক কর্মশালার অনুষ্ঠিত
হয়।
নির্বাচন দপ্তরের উদ্যোগে
আয়োজিত এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম
তরণীকান্তি বলেন, নির্বাচন সপ্তর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন
সম্পন্ন করার লোকয়ে কাজ করে চলেছে। নির্বাচনী প্রক্রিয়ায় সংবাদমাধ্যমের
গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে সংবাদমাধ্যমকে
আগাম ধারণা দেওয়ার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় আজ নিয়ে ই ভি এম ও
ভি ভি প্যাট-এর কার্যপদ্ধতি আলোচনা করা হয়। এছাড়াও এই কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট
খরচ পর্যবেক্ষণ (Expenditure Monitoring) ও আচরণ মডেল কোড (Model Code of
Conduct) নিয়েও বিস্তৃত আলোচনা করা হয়।
0 মন্তব্যসমূহ