সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি
প্রতিনিধি, ০১ মার্চ: ত্রিপুরাকে
করিডর হিসাবে ব্যবহার করে বাংলাদেশে নেশা সামগ্রী পাচারের সংখ্যা যে এখনো কমেনি,
তার প্রমাণ মিলল শুক্রবারে। শিলচর থেকে ধর্মনগর গামী এএস১১সি/৮৭৮৭ নম্বরের এ এস টি
সি বাস থেকে ৩৮৫ বোতল নেশাজাতীয় কফ্ সিরাপ এস্কাফ্ উদ্ধার
করলো অসমের করিমগঞ্জ জেলার আসাম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ। আটক করা হয় নেশা
কারবারি বিল্লো মঙ্গল দেবনাথকে(৪০)। তার বাড়ি ত্রিপুরার সিপাহীজলার বিশালগড় থানাধীন
গোপীনগরের মুনিপুড়ি পাড়া এলাকায়।
অসম পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় যে, এই বিপুল পরিমাণ
নেশাজাতীয় কফ্ সিরাপ অসমের শিলচর থেকে ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে নিয়ে
যাচ্ছিলো। বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ্ সিরাপ, নেশাকারবারী, বাস ও চালক সহ-চালক বর্তমানে অসম
পুলিশের হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত এস্কাফের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে
জানিয়েছেন অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইন্চার্জ সুপ্রিয় ভট্টাচার্য। তিনি আরো
জানান যে, উনাদের রুটিন তল্লাশি চলাকালীন সময়ে এই বিপুল
পরিমাণ নেশাজাতীয় কফ্ সিরাপ এস্কাফ্ উদ্ধার হয়েছে। ৩ টি বস্তার ভেতরে করে এগুলো
শিলচর থেকে ত্রিপুরায় নিয়ে আসা হচ্ছিলো। উনি আরো বলেন, একটি
মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। আগামীকাল ধৃত নেশা কারবারি বিল্লো মঙ্গল
দেবনাথকে করিমগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: ধর্মনগরে পুলিশি তল্লাশে উদ্ধার প্রচুর নেশা সামগ্রী।
0 মন্তব্যসমূহ