নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা: ভোটে প্রার্থী হতে গেলে ৫ বছরের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।
সবুজ ত্রিপুরা, ৩ মার্চ :-- নির্বাচন কমিশন
চালু করল এক নতুন নিয়ম। এবার থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়
প্রার্থীদেরকে তাঁদের বিগত ৫ বছরের আয়ের হিসাব জমা দিতে হবে। আগামী লোকসভা
নির্বাচন থেকেই এই নয়া নির্দেশিকাটি কার্যকর হতে চলেছে।
এতদিন
পর্যন্ত প্রার্থীদেরকে কমিশনের কাছে দাখিল সম্পত্তির হলফনামায় কেবলমাত্র ১ বছরের
আয়কর রিটার্ন দাখিলের তথ্য উল্লেখ করতে হত। আগামী লোকসভা নির্বাচনে এই নিয়মে এক
বড়সড় রদবদল ঘটাল কেন্দ্র। এর জন্য কেন্দ্র এনেছে
নির্বাচন পরিচালনা (সংশোধনী) বিধি, ২০১৯। নতুন বিধি অনুসারে, নির্বাচনে মনোনয়নপত্র জমা করার পূর্বে প্রার্থীকে বিগত
৫ বছরের নিজের সম্পত্তির হিসাব পেশ করতে হবে এবং সেই ৫ বছরের আয়কর রিটার্নের তথ্য
নির্বাচন কমিশনকে জানাতে হবে।
এছাড়াও
নতুন বিধি অনুসারে, প্রার্থীদের স্বামী/স্ত্রী, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে
পরিবারের প্রত্যেক সদস্য এবং স্বাবলম্বীদের আয়ের তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা
দিতে হবে।
কোন মন্তব্য নেই