উত্তর জেলার পরিদর্শনে এলেন প্রশাসনিক উচ্চশিক্ষা আধিকারিকগণ।



সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারী : রাজ্যের পিছিয়ে পড়া স্থানগুলোর উন্নয়নের লক্ষ্যে আজ রাজ্যের ৬ বিধায়কসহ চেয়ারম্যান ডঃ দিলীপ দাসের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি উত্তর জেলা পরিদর্শনে আসেন। প্রথমে তাঁরা উত্তর জেলার কদমতলা ব্লকাধীন উত্তর ফুলবাড়ি সংখ্যালঘু ছাত্রীবাসটি পরিদর্শন করে সেখানে বিভিন্ন সমস্যাসহ ছাত্রীদের উন্নত শিক্ষার ব্যবস্থাগুলো খতিয়ে দেখেন। সেখান থেকে তাঁরা যান উত্তর জেলার সর্বশেষ সীমান্তের কুর্তি হাই মাদ্রাসায়, যেখানে দীর্ঘদিন ধরে ছাত্রাবাসটি নির্মানের কাজ অসম্পূর্ণ থাকায় সংখ্যালঘু ছাত্ররা বসবাস করতে পারছে না। ব্লক কর্তৃপক্ষকে অতিসত্ত্বর কাজটি সম্পূর্ণ করার জন্য আদেশ দেওয়া হয়। তারপর আধিকারিক দল ছুটে যান কদমতলা এস সি ছাত্রাবাসে, যেখানে একে একে ছাত্রছাত্রীরা পানীয় জলের সমস্যা সহ অন্যান্য বিভিন্ন সমস্যার কথা তাঁদের সামনে তুলে ধরে। সর্বশেষে কদমতলা ডিগ্রী কলেজের স্থানটিও তাঁরা পরিদর্শন করেন। কদমতলাবাসির দীর্ঘদিনের স্বপ্ন এই ডিগ্রী কলেজটি চালু হলে এলাকার শতাধিক পড়ুয়া উপকৃত হবে এবং নতুন সরকার এই লক্ষ্যে প্রথম থেকেই নজর দিয়ে আসছিলো। আজকের এই পরিদর্শক দলে ছিলেন, সুদন দাস, সুভাষ দাস, শহীদ চৌধুরী, রঞ্জিত দাস, কৃষ্ণধন দাস প্রমুখ জেলার প্রশাসনিক উচ্চশিক্ষা আধিকারিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu