ধর্মনগরে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়য়ের প্রতিনিধিদল।



সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ১১ ফেব্রুয়ারী : প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ও রিসার্চ ফাউন্ডেশনের ইয়ুথ উইং-এর যৌথ উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় প্রদর্শনী বাস অভিযান এই প্রথম প্রবেশ করল ত্রিপুরা রাজ্যে। সর্বপ্রথম চুরাইবাড়ি হয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রবেশ করেন ১৮ জন প্রদর্শনী প্রচারক এবং বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে তাঁদেরকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, ধর্মনগর শাখার বি. কে. (B.K.) আগত প্রচারকদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না। এই প্রদর্শনী বাসটি ধর্মনগর হয়ে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরবে, যুবসমাজকে এক নেশামুক্ত ও শুভচিন্তাসম্পন্ন জীবনের দিকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করবে। ভারতীয় সংস্কৃতির চিরাচরিত গুণাবলি ও মূল্যবোধকে জাগরিত করে বিশ্ব আসনে অধিষ্ঠিত করাই হলো এই অভিযানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ শ্রী রসিক রঞ্জন গোস্বামী। উল্লেখ্য, ২০১৭ সালে এই প্রদর্শনী বাস অভিযান আরম্ভ হয় যা চলবে ২০২০ সাল পর্যন্ত। ত্রিপুরা সহ মোট ১৪টি রাজ্য পরিক্রমা করে এই বাস ৪৯০০টি অনুষ্ঠান করেছে এবং প্রায় ৭ লক্ষ যুবক এই অভিযানে যুক্ত হয়েছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu