রটারেক্ট ক্লাব ধর্মনগরের বস্ত্রদান কর্ম সূচি।
সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি। রটারেক্ট ক্লাব ধর্মনগর বস্ত্রদানের মধ্য দিয়ে তাদের সমাজ সেবার কর্মযজ্ঞ শুরু
করল । আজ সকাল ১১ টা থেকে ধর্মনগর বড় দীঘির দক্ষিণ পারে ক্লাবের সদস্যরা গরিব জনগনের মধ্যে
বস্ত্রদান করে এবং এই বস্ত্রদান কর্ম সূচিতে গরিব মানুষদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ
করা যায়। এখানে উল্লেখ্য এই রটারেক্ট সংস্থাটি খ্যাতনামা সংস্থা রোটারী ক্লাবের অন্তর্গত । ধর্মনগর রটারেক্ট
ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে শ্রী সন্দীপ দাস এবং চিরঞ্জিৎ ভৌমিক । ধর্মনগর শহরের বেশ কিছু সংখ্যক শুভ
বুদ্ধি সম্পন্ন যুবক ও যুবতিদের নিয়ে ধর্মনগরে রটারেক্ট ক্লাব তাদের পথ চলা শুরু করল ।
কোন মন্তব্য নেই