সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ৮ ফেব্রুয়ারী : গতকাল আনুমানিক রাত
১১টি নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশবিরোধী অভিযানে নামেন উত্তর ত্রিপুরা
জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। চুরাইবাড়ী ও বাগবাসা থানা পেরিয়ে আগরতলা
যাওয়ার পথে পানিসাগর বিদ্যালয়ের সামনে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস
এবং ওসি বিভাস দাস এস০৩ এজি ৮৮৫৫ নম্বরের ৬ চাকার একটি লরিকে আটক করে ৯৩০০ বোতল
নেশার কফ্ সিরাপ উদ্ধার করেন। এদের বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার উপর। গাড়ির
চালক আবরাহার হোসেন ও সহচালক রুবেল আহমেদকে আটক করা হয়েছে। উভয়েই আসামের বদরপুরের
বাসিন্দা। পুলিশ এদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
0 মন্তব্যসমূহ