উত্তর জেলার পদ্মবিলে বিনামূল্যে দন্ত চিকিৎসা পরিষেবা।


সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারি : ডেন্টাল এসোসিয়েশন অব ইন্ডিয়া, আগরতলা ইউনিট ও ন্যাশনাল হেল্‌থ মিশন ত্রিপুরার যৌথ উদ্যোগে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পদ্মবিল শাখার ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক মেগা ডেন্টাল ক্যাম্প ও ওড়াল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প। গত ২৩শে ফেব্রুয়ারী সকাল ১১ টা নাগাদ পদ্মবিল দ্বাদশমান বিদ্যালয়ে এই দন্ত চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ্‌ শ্রী রমানন্দ নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পদ্মবিল শাখার কার্যবাহক শ্রী সমর নাথ, মুখ্য শিক্ষক শ্রী ছুটন নাথ প্রমুখ। 
এই দন্ত চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা ও ধর্মনগরের বিশিষ্ট দন্ত চিকিৎসামণ্ডলী। এরা হলেন যথাক্রমে ডঃ সুরজিত ভৌমিক, ডঃ সঞ্জয় বিশ্বাস, ডঃ মৌমিতা দাস, ডঃ বিনোদ দেববর্মা, ডঃ পরমার্থ দেওয়ান, ডঃ বিশ্বজিৎ পাল, ডঃ জয়ন্ত ধর, ডঃ দেবাশীষ চৌধুরী, ডঃ বৃষ্টি নাগ প্রমুখ। পদ্মবিল এলাকার ১৮০ জন রোগী এই শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে দন্ত চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu