ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ কর্তৃক ৪টি সামাজিক সংস্থাকে গান্ধী শান্তি পুরস্কার প্রদান।


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২৭ ফেব্রুয়ারি: ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে ২০১৫, ২০১৬, ২০১৭ এবং ২০১৮-র গান্ধী শান্তি পুরস্কার প্রদান করলেন ২০১৫-র জন্য গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হল কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্রকে। ২০১৬-র জন্য যৌথভাবে এই পুরস্কার দেওয়া হল অক্ষয় পাত্র ফাউন্ডেশন এবং সুলভ ইন্টারন্যাশনালকে২০১৭-র জন্য একাল অভিযান ট্রাস্টকে এবং ২০১৮-র জন্য শ্রী ইয়োহেই সাসাকাওয়াকে এই পুরস্কার দিলেন রাষ্ট্রপতি  
পুরস্কারপ্রাপকদের সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সারা দেশে স্ব-সহায়তা, ধারাবাহিকতা এবং বিকাশ, বিশেষ করে, উপজাতি সম্প্রদায়ভুক্ত এলাকার বিকাশ ত্বরান্বিত করতে বিশেষ পদক্ষেপ করেছে বিবেকানন্দ কেন্দ্র। গ্রামীণ বিকাশ, প্রাকৃতিক সম্পদ ব্যবহার, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে এই কেন্দ্র যোগ্যতা অর্জন করেছে। অক্ষয় পাত্র ফাউন্ডেশন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কোবিন্দ বলেন, ক্ষুধার হাহাকার

আরও পড়ুন:পি এম কিষাণ প্রকল্পে ৭০ হাজার কৃষক উপকৃত: মুখ্যমন্ত্রী 

সরিয়ে, পুষ্টি বৃদ্ধির প্রয়োজনে যথেষ্ট কাজ করে জ্ঞানার্জন করেছে অক্ষয় পাত্র ফাউন্ডেশন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎকর্ষ মানের খাদ্য যোগান দিতে আধুনিক প্রযুক্তির সন্ধান দিয়েছে এই সংস্থা। রাষ্ট্রপতি বলেন, সুলভ ইন্টারন্যাশনাল এবং এই সংস্থার জনক বিন্দেশ্বর পাঠক স্বাস্থ্যবিধির প্রবর্তক। একাল অভিযান ট্রাস্ট সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কোবিন্দ বলেন, দেশের ২২ লক্ষ শিশু, যাদের ৫২ শতাংশই কন্যা-শিশু, তাদের শিক্ষার সন্ধান দিয়েছে এই সংস্থা। দেশ থেকে কুষ্ঠ নির্মূল করতে আমাদের যথেষ্ট সাহায্য করেছেন শ্রী ইয়োহেই সাসাকাওয়া বলে পরিশেষে মন্তব্য করেন শ্রী কোবিন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu