কদমতলা আগর চোরের স্বর্গ রাজ্য।



সাবুজ ত্রিপুরা ,চুড়াই বাড়ি, প্রতিনিধি ।।  আগর চোরের উৎপাতে অতিষ্ঠ কদমতলা এলাকার বাসিন্দারা । রাতের আধারে চোরের দল কেটে নিয়ে  যাচ্ছে মূল্যবান আগর গাছ । কদমতলা এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে আগরের চাষ করাহয় ।   আগর হলো এই এলাকার মানুষের মূল সম্পদ। আগর গাছ বিক্রি করে এই এলাকার মানুষ ভালো অর্থ কামাই করেন। কিন্তু চোরের দলের আক্রমনে গাছ আর রক্ষা করা যাচ্ছেনা। বুধবার রাতে কাদমতালা মাঝের কান্দি এলাকার হীরালাল নাথের বাড়ী থেকে পাঁচটি আগরগাছ কেটে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ীর এক যুবক চোরের দলকে দেখতে পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় চোরের দল । আগরগাছ কেটে ফেলেযায় চোরের বাহিনী তবে গৃহকর্তার লক্কাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান হীরালাল নাথের ছেলে অরুপ নাথ । কাদমতলা থানার পুলিশ আগর চোর কা দমন করতে পারছেনা। কিছুদিন আগে কালাগাঙ্গের পারে এক আগর চোরকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলেদেয়  স্থানীয় জনতা। প্রসঙ্গত কদমতলার বিভিন্ন এলাকা থেকে আগর চুরি করে আসামের  কঁাঠালতলী সহ এই সমস্থ এলাকায় বিক্রি করে চোরের দল । সিমান্তে পুলিশ চেক পোষ্ট থাকা সত্বে ও চোরাই কৃত আগর চলেযাচ্চে আসামে । স্থানীয় জনতা পুলিশের উপর ভরসা হারিয়েছে এই কারনে যে পুলিশ আর চোরদের দমন করতে পারছেনা। ফলে কদমতলা এখন আগর চোরের স্বর্গ রাজ্যে পরিণত হয়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu