নেরামেক আনারস জুস তৈরীর কারখানা পুনরায় চালুর দাবি উঠেছে।


সবুজ ত্রিপুরা ,১৪ ডিসেম্বর ।। ধলাই জেলার নালকাটায়  জুস তৈরির উদ্দেশ্যে ১৯৮৫ সালে ২রা   অক্টোবর রাজ্যের  তৎকালীন  মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবত্তীর  হাত ধরে শিলান্যাস করা হয়েছিল  কেন্দ্রীয় সরকারের  অধীনস্ত  জুস কারখানার । পরবর্তী  কালে আরো প্রায় ৩ কোটি টাকা ব্যায় করে তৈরী  করা হয়েছিল এই জুস  কারখানাটি । ধীরে  ধীরে ১৯৮৭ সালের ২রা অক্টোবর  নালকাটায়  চালু হয়  কেন্দ্রীও  সরকারের নেরামেক  আনরস জুস কারখানারএই জুস কারখানাটি তৈরী হওয়াতে  স্থানীয় প্রায় ৪০০ মানুষ কাজের সুযোক পেয়েছিলো এবং  নালকাটার আনারস চাষী এই কারখানায় আনারস  বিক্রী কারে ভালোই লাভের মুখ দেখতকিন্তু কোন এক অজ্ঞাত কারনে বন্ধ হয়ে যায়  কেন্দ্রীয়  সরকারের গড়ে তোলা এই বিশাল প্রকল্পটিমুহূর্তের  মধ্যে কর্মহারা হয়ে যান শ্রমীকরা , তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে ।  তারপর ধীরে ধীরে  কারখানায় নিয়োজিত কেন্দ্রীয়  সরকারের কর্মচারীদেরকেও সরিয়ে নেওয়া শুরু হয় । বিগত ৭ বছর থেকে এখনও বন্ধ  অবস্থায় পড়ে আছে তিন কোটি টাকা ব্যায়ে গড়ে উঠা কেন্দ্রীয়  সরকারের এই প্রকল্পটিএখানে কর্মরত  এক অপারেটর উত্তম দেব নাথ জানান এখন সেখানে কোন কাজ নেই তারা কেবল বসে বসেই কেন্দ্রীয়  সরকারের প্রদত্ত অর্থ গুনছেন । এদিকে স্থানীও এলাকাবাসীর দাবি এই প্রকল্পটি পুনরায় চালু হলে তাদের অনেকের কর্ম সংস্থান হবে এবং আনারস চাষিরাও এই কারখানায় আনারস বিক্রি করা দু-টি টাকা লাভের মুখ দেখতে পারবেন। বর্তমান  রাজ্য সরকার উদ্যোগ নিয়ে কেন্দ্রীয়  সরকারের এই প্রকল্পটি চালু করার ব্যবস্থা গ্রহন করুক, এটাই চাইছেন নালকাটাবাসী।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu