ঊনকোটি জেলার ফটিকরায়ে পুনরায় চালু হলো পুলিশ ফাঁড়ি

সবুজ ত্রিপুরা, চুরাইবাড়ি প্রতিনিধি, ১১ মার্চ :- আজ থেকে প্রায় ৩১ বছর পূর্বে উনকোটি জেলার কুমারঘাটের প্রাচীন জনপদ ফটিকরায়ের সুনাম ছিল যথেষ্ট, কিন্তু কালক্রমে তা হারিয়ে যাচ্ছিলো। তবে সময়ের বিবর্তনে পুনরায় নিজের হৃতগৌরব হয়তো ফিরে পেতে চলেছে ফটিরায়  আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে ফটিকরায়ে এলাকাবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে ফটিকরায়ে গড়ে উঠেছিল ফটিকরায় থানা, কুমারঘাটে হয়েছিল পুলিশ ফাঁড়িকিন্তু ধীরে ধীরে এই থানাকে সরিয়ে নেওয়া হয় কুমারাঘাটে আর কুমারঘাট পুলিশ ফাঁড়িকে দিয়ে দেওয়া হয় ফটিকরায়বাসীর জন্যআর তাতে সমস্যায় পড়েছিলেন ফটিকরায় এলাকার বাসিন্দারা। তাদেরকে বিভিন্ন সমস্যার জন্য ছুটতে হত কুমারঘাট থানায়তখন থেকেই এলাকাবাসী ফটিকরায়ে পুনরায় থানা স্থাপনের দাবী জানিয়ে আসছিলেন


রাজ্যে সরকার পরিবর্তনের এক বছরের মাথায় সেই দীর্ঘ প্রত্যাশিত থানা ফিরে পেল ফটিকরায়বাসীএলাকার কর্মচঞ্চল স্থানীয় বিধায়ক শ্রী সুধাংশু দাসের উন্নয়নমুখী কাজের ফলস্বরূপ শনিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফটিকরায়ের পুরনো স্থানে পুলিশ ফাঁড়িকে উন্নিত করা হল থানায়। ফিতে কেটে এবং থানার নামাংকৃত ফলক উন্মোচনের মধ্য দিয়ে ফটিকরায় থানার উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক শ্রী অখিল কুমার শুক্লা উদ্বোধকের ভাষণে শ্রী শুক্লা বলেন, মানুষ মনে করে পুলিশ এবং উন্নয়নের মধ্যে কোন যোগসূত্র নেই। আজ এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের হাতে ন্যস্ত আর যখনই আইন শৃঙ্খলা বজায় থাকবে, তখনই উন্নয়ন সম্ভবতাই উন্নয়নের ক্ষেত্রে পুলিশের ভূমিকা রয়েছে বলে জানান রাজ্য পুলিশের ডিজি


তিনি আরও বলেন, উন্নয়ন করতে গেলে সাধারন মানুষের সহযোগিতা আবশ্যক। জনগণের সহায়তা ছাড়া পুলিশ কখনোই চলতে পারবেনাতাই ফটিকরায়ের নতুন থানার সুষ্ঠু কার্য্যকলাপে ফটিকরায়বাসীর সহযোগিতা কামনা করেন ডিজি। এদিন উনার ভাষণে রাজ্য পুলিশের সাফল্য তুলে ধরতে গিয়ে বি জে পি সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় তিনি পঞ্চমুখ হনফটিকরায় থানা রাজ্যের থানাগুলোর মধ্যে ৭৭তমমোট ১৫টি গ্রাম পঞ্চায়েত এবং ৫টি এডিসি ভিলেজ বর্তমানে এই থানার আওতাধীন রয়েছে, যার মোট জনসংখ্যা ৫৭ হাজারের ধিক। ফটিকরায়ে পুনরায় থানা পেয়ে খুশি ফটিকরায়বাসীরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিত্বরা ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি শ্রী রাজীব সিং, ঊনকোটি জেলা পুলিশ সুপার শ্রী লাকি চৌহান, বিধায়ক শ্রী সুধাংশু দাস, শ্রী ভগবান দাস সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এবং অন্যান্য অতিথিরা। ছবি: কিশোররঞ্জন হোর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu