সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৮ মার্চ : সম্প্রতি উত্তর
ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্য্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়
কুষ্ঠরোগ সম্পর্কে এক সচেতনতা শিবির। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির
উদ্যোগে এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য
আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ কুষ্ঠরোগী সনাক্তকরণ, কুষ্ঠরোগীদের চিকিৎসা,
বিনামূল্যে পরামর্শ ও সরকারী চিকিৎসা পরিষেবা প্রদান ইত্যাদি বিষয় তুলে ধরে আলোচনা
করেন। কুষ্ঠরোগের শুরুতেই সনাক্তকরণের পর নিয়মিত বিনামূল্যে সরকারী চিকিৎসার
মাধ্যমে অক্ষমতা, পঙ্গুত্ব, অঙ্গ বিকৃতি ইত্যাদি প্রতিরোধ করআ যায় বলে তিনি জানান।
উক্ত শিবিরে জেলার ইম্যুনাইজেশন অফিসার ডঃ আশীষ দাস কানুনগোও
আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আশাকর্মী, মহিলা আরোগ্য সমিতির
কর্মী এবং আশা ফেসিলেটরদের মধ্যে কুষ্ঠরোগ সম্পর্কিত বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলার মুখ্য স্বাস্থ্য
আধিকারিক ডঃ জগদীশ চন্দ্র নমঃ, ইম্যুনাইজেশন অফিসার ডঃ আশীষ দাস কানুনগো,
প্যারামেডিক্যাল ওয়ার্কার শ্রীমতী কান্তামণি চাকমা, মহিলা আরোগ্য সমিতির সভাপতি
শ্রীমতী মিত্রা সরকার প্রমুখ।
0 মন্তব্যসমূহ