মনটাং ভ্যালি'তে এসে একাংশ বহিরাগত উশৃঙ্খল যুবক কর্তৃক হেনস্তার শিকার পর্যটক-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৭ জুলাই

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মনটাং ভ্যালি'তে এসে একাংশ বহিরাগত উশৃঙ্খল যুবক কর্তৃক হেনস্তার শিকার পর্যটক। পাহাড়ি জনপদে  প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে তোলা মনটাং ভ্যালি আদতে কি নিরাপদ 

প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য! তবে ওই এলাকা আদতে যে নিরাপদ নয় তার অভিযোগ তুলল রাজ্যের এক পর্যটক প্রেমী। ঘটনা, মুঙ্গিয়াকামী থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজ এলাকায় মনটাং ভ্যালীতে রবিবার। সপ্তাহের শনিবার এবং রবিবার রাজ্য সহ বহিঃরাজের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমায় এই মনটাং ভ্যালিতে। কারণ, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে তোলা হয়েছে এই মনটাং ভ্যালী। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রচুর সংখ্যক পর্যটকরা প্রতিনিয়তই উপভোগ করার জন্য মনটাং ভ্যালিতে ছুঁটে যায়। শুরু থেকেই ওই এলাকায় দূর দূরান্ত থেকে আসা প্রকৃতি প্রেমীরা নানান সমস্যার সম্মুখীন হতে 


                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

হচ্ছে প্রতিনিয়ত। রবিবার রাজধানী আগরতলা থেকে পেশায় সরকারি উচ্চপদস্থ আধিকারিক চিরঞ্জিত ঘোষ নামের এক প্রকৃতি প্রেমী প্রাকৃতিক সৌন্দর্যের টানে স্ব-পরিবার নিয়ে ছুটে গিয়েছিল মনটাং ভ্যালিতে। মনটাং ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করে স্ব পরিবার নিয়ে গাড়ি করে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিল তারা। তখন কিছু পাহাড়ি পথ অতিক্রান্ত করার পর একজন মহিলা ও বাচ্চাকে বাঁচাতে গিয়ে থামানো অন্য এক গাড়ির সাথে অল্পবিস্তর সংঘর্ষ ঘটে। যদিও চিরঞ্জিত ঘোষ নাম সেই ভদ্রলোক গাড়ি থামিয়ে ওই গাড়িতে থাকা যুবকদের সঙ্গে মত বিনিময় করে ওই জায়গা থেকে চলে আসে। পরবর্তী সময় ওই ভদ্রলোক গাড়ি থেকে লক্ষ্য করে যে একাংশ উশৃংখল যুবক গাড়ি নিয়ে উনার পেছনে ধাওয়া করছে। কাল বিলম্ব না করে তাৎক্ষণিক ভদ্রলোকটি একটি নির্জন জায়গায় উনার গাড়িটি থামায়। পরে ধাওয়া করা গাড়ি থেকে প্রায় পাঁচজন উশৃংখল যুবক নেমে এসে ওই ভদ্রলোককে গালিগালাজ  শুরু করে এবং রীতিমতো হুমকি-ধমকি দিতে শুরু করে এবং চিরঞ্জিত ঘোষ নামের ওই ব্যাক্তির সঙ্গে যুবকেরা উশৃংখলতা শুরু করে। পরে এই ভদ্রলোক ওই জায়গা থেকে কোনক্রমে এসে তেলিয়ামুড়া থানার দারস্ত হয়। স্থানীয় সূত্রের জানা যায়, ওই যুবকরা সংশ্লিষ্ট এলাকার নয়। সূত্র মারফত আরো জানা যায়, ওই যুবকরা বহিরাগত এবং তারা মনটাং ভ্যালি এলাকায় এসে নেশাগ্রস্থ 

অবস্থায় উশৃঙ্খলতা করে একাংশ পর্যটকদের এই ভাবে হেনস্থা করছিল।  এদিকে অভিযোগ উঠছে মনটাং ভ্যালি এলাকাটিতে দূর দূরান্ত থেকে আসা প্রাকৃতিক প্রেমী পর্যটকদের জন্য কতটুকু নিরাপদ। ওই এলাকায় পুলিশ প্রশাসনের কোন কর্মী না থাকার কারণে প্রতিনিয়তই নিরাপত্তার অভাবে ভুগছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu