বিশালগড় হাসপাতালের ডাস্টবিন থেকে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ মে

শুক্রবার

বিশালগড়  প্রতিনিধিঃ বিশালগড় মহকুমা হাসপাতালে ডাস্টবিনে শুক্রবার সকাল ১১ঃ৩০ মিনিটে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধার, ঘটনাকে ঘিরে দেখা দেয় তীব্র উত্তেজনা বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে। 

ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য অধিকারী জ্যোতির্ময় দাস। জানাযায় বিশালগড় মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত চলছে বেআইনি কার্যকলাপ আর তার বিরুদ্ধে কয়েকবার হাসপাতালে অভিযান চালিয়েছিলেন বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমা হাসপাতালকে মডেল হাসপাতালে রূপান্তরিত করার লক্ষ্যে অভিনব প্রয়াস চালাচ্ছেন এলাকার বিধায়ক। কিন্তু বিধায়কের সেই প্রচেষ্টাকে এক প্রকার জলে ফেলে দিয়ে প্রতিনিয়ত চলাচ্ছে হাসপাতালে চত্বরে বেআইনি কার্যকলাপ। তারই প্রমাণ মিলল 


                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিন থেকে একাধিক মৃত শিশুর ভ্রূণ উদ্ধারে। খবর পেয়ে গঠনাস্থলে চলে আসেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস। তবে কিভাবে ডাস্টবিনের মধ্যে একাধিক 

শিশুর ভ্রূণ এসেছে এ নিয়ে তিনি তদন্ত শুরু করবেন পাশাপাশি নার্সের দায়িত্বে থাকা সকলকে তিনি নোটিশ করবেন। জানাযায় বিশালগড় মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত চলছে অবৈধভাবে গর্ভপাত। এখন দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর উক্ত বিষয় নিয়ে কি ভূমিকা গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu