শিশু কন্যার মাকে হুমকি পুলিশের -Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৮ এপ্রিল

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ গত মার্চ মাসের ১২ তারিখ মতিনগর এলাকার প্রথম শ্রেণীর ছাত্রীকে তারকাটা বেড়ার ওইপাড় থেকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধ দুলাল মিয়া সাইকেলে 

চেপে পার্শ্ববর্তী অন্য একটি গ্রামে খামারহাটি এলাকায় নিয়ে যাই গভীর জঙ্গলের ভেতরেl সেখানে গিয়ে প্রথম শ্রেণীর ছাত্রীকে বলপূর্বক ধর্ষণ করার চেষ্টা করেl কিন্তু সেই ছোট্ট শিশুটির চিৎকারে ওই এলাকার এক ব্যক্তি এগিয়ে আসলে তিন বিবাহিত বৃদ্ধ দুলাল মিয়া সেখান থেকে গা ঢাকা দেয় lপরবর্তী সময়ে ওই ব্যক্তি ছোট্ট শিশুটিকে মতিনগর  এলাকায় তার পরিবারের হাতে তুলে দেয়l পরবর্তী সময়ে খবর নিয়ে দেখতে পাই বদ উদ্দেশ্যেই দুলাল মিয়া সেই ছোট্ট শিশুটিকে গভীর জঙ্গলে নিয়েছিলl পরে ছোট্ট শিশুটির পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় মামলা দায়ের করা হয়l আমতলী থানা পুলিশ নামে মাত্র দুইবার এসে তাকে গ্রেফতার না করতে পেরে 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ওই এলাকায় আর আসেনিl পরবর্তী সময়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সে মহিলার বাড়িতে এসে ছোট শিশুদের খোঁজখবর নেই এবং জানিয়েছিল অভিযুক্তেৱ শাস্তি হবেlকিন্তু আজ একমাস ছয় দিন অতিক্রান্ত হওয়ার পর আমতলী থানার পুলিশ কেন সেই ছোট্ট শিশুটির মাকে হুমকি দেয় মামলা প্রত্যাহারের জন্য এবং বাড়ি থেকে বলপূর্বক তুলে নিয়ে যায় থানার মধ্যে সাদা কাগজে স্বাক্ষর না করাই সেই অসহায় মহিলার মোবাইল কেড়ে নিয়ে যাইl শুধু তাই নয় সেই মহিলাকে বিভিন্নভাবে থানার মধ্যে মানসিক ভাবে নির্যাতন চালায় বলে ও অভিযোগ উঠছেl এখন প্রশ্ন হল আমতলী থানায় ছোট্ট শিশুটিকে বলাৎকারের চেষ্টার অভিযোগ নিয়ে মামলা দায়ের করার পরেও অভিযুক্তকে গ্রেফতার না করে আমতলী থানার পুলিশ ১৮০ ডিগ্রি উল্টে গিয়ে ছোট্ট 

শিশুটির মাকে এবং শিশুকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মানসিকভাবে নির্যাতন চালাইl তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছেl অথচ অভিযুক্ত দুলাল মিয়া এলাকার মধ্যে প্রবেশ করছে কিংবা বাড়িতে ঘোরাফেরা করছে পুলিশ একটিবারের জন্য তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনিl তাই এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় আমতলী থানার পুলিশের প্রতি ছি ছি রব উঠেl  পাশাপাশি সেই অসহায় মহিলা আগামী দিনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারস্থ হবে বলে ও জানালেন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu