সবুজ ত্রিপুরা
১৩ জানুয়ারি
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার অবসান,অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় মহাসাড়ম্বরে উদ্বোধন হলো আগর হাট।উল্লেখ্য স্থানীয় আগর ব্যবসায়ীদের দীর্ঘদিনের
দাবি ছিল তারা যেন বৈধভাবে আগর ব্যবসাটা চালিয়ে যেতে পারে।যা দীর্ঘ বাম আমলে বঞ্চনার শিকার ছিল আগর ব্যবসায়ীরা।২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে ৫৪ কু্র্তি কদমতলা থেকে শাসক দলের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিংকু রায়।তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দল ক্ষমতায় আসলে সম্পূর্ণ আইনী জটিলতাকে সরলীকরণ করে আগর চাষি ব্যবসায়িদের জন্য কদমতলা ব্লক এলাকার একটি মার্কেট হাট তৈরি করা হবে।সেই প্রতিশ্রুতি মোতাবেক রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছিল।এমনকি দেশ-বিদেশের বিশেষজ্ঞধারা বিভিন্ন কর্মশালাও করা হয়েছিল বিগত দিনে।তারই ফলস্বরূপ শুক্রবার কদমতলা ডাকবাংলো স্থিত মার্কেট স্টলে দুটি ট্রেড সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়।প্রত্যাশিত দাবি অনুযায়ী অল ত্রিপুরা আগোর ব্যবসায়ী
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুটি বৈধ ট্রেড সেন্টার পেয়ে বেজায় খুশি উত্তর ত্রিপুরা জেলার সমস্ত আগ ব্যবসায়ী এবং চাষিরা।যদিও তারা কুড়িটি স্টলের জন্য দাবি রেখেছিলেন কিন্তু আপাতত বারোটি স্টল দেওয়া হয়েছে।বলাবাহুল্য এতে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ও কদমতলা আর ডি ব্লক এর অবদান রয়েছে অনেকটাই, কারণ এই মার্কেট স্টল গুলি তাদের দায়িত্বে রয়েছে।তাছাড়া এই আগর হাট নিয়ে দীর্ঘদিন থেকেই যিনি নিঃস্বার্থে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন স্থানীয় সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত,উনার অক্লান্ত প্রচেষ্টা এবং কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব , টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় ও ভাইস চেয়ারম্যান বিদ্যা ভুসন দাস এর সহযোগিতায় কদমতলার আগর চাষী এবং ব্যবসায়ীদের মুখে হাসি ফুটল।এদিন কার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক টিংকু রায়,কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা ভুষন দাস , অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈলেন নাথ,সম্পাদক আনফর আলী,বনদপ্তরের আধিকারিক হেমন্ত নাথ,দক্ষিণ কদমতলা পঞ্চায়েত উপ প্রধান মান্না গোস্বামী ,স্থানীয় সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত,আসাম থেকে আগত আবুল কালাম বাহার সহ অন্যান্যরা।এদিন ফিতা কেটে দুটি ট্রেড সেন্টারের উদ্বোধন করেন টিংকু রায়।এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলী বলেন ! তবে আপাতত ছোট পরিসরে হলেও আগামী দিনে কদমতলা ব্লক এলাকায় ইন্টারন্যাশনাল আগর মার্কেট তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে জানিয়েছেন ডিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়।
0 মন্তব্যসমূহ