বাইক এবং ইকো গাড়ি সংঘর্ষে গুরুত্বর আহত দুই-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ জানুয়ারি

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ বাইক এবং ইকো গাড়ি সংঘর্ষে গুরুত্বর আহত দুই, ঘটনা শুক্রবার সকাল এগারোটায় কলমচৌড়া থানাধীন মেত্তাবাড়ি 

এলাকায়। জানা গেছে, বাইক চালক সুজন মিয়া এবং তার সহযাত্রী সবুজ মিয়া তাদের মোটর বাইকে করে বিশালগড়ের দিক থেকে বক্সনগরের দিকে আসছিল। অপরদিকে বক্সনগর থেকে বিশালগড় মুখী হয়ে একটি ইকো গাড়ি যাবার পথে মেত্তাবাড়ি এলাকায়

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উভয়ের মধ‍্যে সংঘর্ষ হয়। এতে বাইক চালক সুজন মিয়া গুরুত্বর ভাবে আহত হয় (23) এবং একো গাড়িতে থাকা বুল্টি রানী দেব (পাল)(32) গুরুত্বর ভাবে আহত হয়। ফলে গুরুত্বর আহত 

অবস্থায় উভয়কে বক্সনগর সামাজিক স্বাস্থ‍্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বুল্টি রানীকে হাঁপানিয়াতে এবং সুজন মিয়াকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয়। ঘটনাস্থলে কলমচৌড়া থানার পুলিশ গিয়ে পৌঁছায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu