আসাম রাইফেলস পাবলিক স্কুলে ফুড ফেস্টিভল অনুষ্ঠান আয়োজিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ ডিসেম্বর

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ  উদয়পুরের অন্যতম স্বনামধন্য বিদ্যালয় আসাম রাইফেলস পাবলিক স্কুলে ফুড ফেস্টিভল অনুষ্ঠান আয়োজিত হয়।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলেরই প্রধান শিক্ষিকা চুমকী সাহাসহ 

অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । এ দিন এই অনুষ্ঠানে চতুর্থ শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর ৩০০ জনেরও  বেশী ছাত্র ছাত্রীরা সুস্বাদু সব 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

খাবারের ভুড়িভূজে ও ব্যঞ্জন পরিবেশন করে । এদিন সব মিলিয়ে বিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা , ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সহযোগীতায়  সাফল্য মন্ডিত হয় গোটা অনুষ্ঠানটি।

এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।  এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদয়পুরের আসাম রাইফেলস পাবলিক স্কুল বরাবরই সুখ্যাতি নিয়ে সমাজে নিজেদের ছাপ রেখে চলছে পড়াশোনা ও সাংস্কৃতিক আঙ্গিনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu