সবুজ ত্রিপুরা
২১ ডিসেম্বর
বুধবার
বক্সনগর প্রতিনিধিঃ সীমান্তের পাচার বানিজ্যকে কেন্দ্র করে সীমান্তরক্ষীদের হাতে গুলিবিদ্ধ বিজেপি যুব মোর্চা মন্ডল সহ সভাপতি। ঘটনা কলমচৌড়া থানাধীন আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় আশাবাড়ি বিওপি'র ভারত-বাংলা সীমান্তের ১৭৪ নম্বর গেট সংলগ্ন দিয়ে তারকাটা বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশে পাচার কার্য সম্পন্ন কালে সীমান্তের জোয়ানরা গরু এবং গাঁজা আটক করে। এই নিয়ে জোয়ানদের সাথে কথা কাটাকাটি চলতে থাকে নেতা বাবুর। এক পর্যায়ে বিএসএফ জওয়ানদের সাথে ধস্তাধস্তি শুরু করে বক্সনগর যুব মোর্চার মন্ডল সহ-সভাপতি আবুল হোসেন সহ তার সাঙ্গ পাঙ্গরা। তাদের উদ্দেশ্য ছিল গরুগুলিকে বিএসএফ জওয়ানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা খবর দেয় আশাবাড়ি বিওপিতে। আশাবাড়ি বিওপি'র জোয়ানরা ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে নেতা বাবুর সাঙ্গোপাঙ্গরা দা লাঠি সোটা নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলে পড়ে। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। বিএসএফ জোয়ানরা একপর্যায়ে নিরুপায় হয়ে প্রাণ রক্ষার্থে রাবার গুলি চালিয়ে দেয়। গুলি লাগে বক্সনগর যুব মোর্চার মন্ডল সহ-সভাপতি আবুল হোসেনের মাথায় এবং শরীরের বেশ কিছু জায়গায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় চিৎকার চেঁচামেচিতে উত্তপ্ত হয়ে উঠে। এদিকে সঙ্গে সঙ্গে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আহত অবস্থায় তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, বক্সনগর স্বাস্থ্য কেন্দ্র থেকেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়াতে রেফার করা হয়। প্রশ্ন উঠছে, শাসক দলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে কি করে প্রতিনিয়ত সীমান্তে কি করে অবৈধভাবে ভাবে দীর্ঘদিন ধরে পাচার বানিজ্য চালিয়ে আসছে। দলের দোহাই দিয়ে এই ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিল। কিন্তু বাস্তবে তা কতটুকু পূরণ
হয়েছে তা হয়তো বর্তমানে রাজ্যের জনগণ ভালোভাবেই বুঝতে পারছে। গোটা রাজ্যজুড়ে শাসক দলের একাংশ নেতারাই দলের দোহাই দিয়ে এই অবৈধ ব্যবসা দিনের পর দিন চালিয়ে আসছে। তবে কিছু কিছ ক্ষেত্রে সীমান্তরক্ষী বাহিনী সফলতা অর্জন করতে পারলেও প্রায়শই চলছে এই অবাধ বানিজ্য।
0 মন্তব্যসমূহ