পুলিশের ভয়ে পালাতে গিয়ে গর্তে পড়ে প্রান গেল এক নেশাখোরের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ নভেম্বর

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ পুলিশের  ভয়ে পালাতে গিয়ে  গর্তে পড়ে  প্রান গেল এক নেশাখোরের, নেশা ও জোয়ার  কবলে পড়ে সর্বশান্ত  এই সমাজের  বহুত পরিবারের। 

ধবংস  হতে হচ্ছে  স্ত্রী পুএ  কন‍্যার সোনালী  ভবিষ্যত।  নেশা এবং  জোয়ার  হাত থেকে  সমাজকাঠামোয় রক্ষা করার জন‍্য পুলিশ  চেষ্টা  চালিয়ে যাচ্ছে।  মাঝে  মধ্যে  পুলিশের    ভ‍্যান সন্ধ‍্যার সময়  টহলে বের হয়।  নেশা বিক্রেতা ও নেশাখুর  জোয়ারী দের আড্ডা হানা দেয়।  তেমনি গত বুধবার  সন্ধ‍্যা সাড়ে সাতটার সময়  কলমচৌড়া থানা পুলিশ   টহলে বের হন,তাদের নিকট গোপন  খবর  ছিল  দক্ষিণ  কলমচৌড়া  উপ স্বাস্থ‍্য কেন্দ্রে র মাঠে নেশাখুর ও জোয়ার আড্ডা  বসে। পুলিশের  ভ‍্যান এসে পঞ্চায়েতের সামনে  দাড়াতে  এক যুবক নেশাখুর দের উদ্দেশ্য বলেন,তোমরা পালা ও,পুলিশের ভয়ে পালাতে গিয়ে ,উপ স্বাস্থ‍্য কেন্দ্রে সামনে   বিশাল আকার গর্ত রয়েছে,সেই গর্তে পড়ে মৃত্যু বরন করেছে  জৈনক‍্য নেশাখুর ধরনী সরকার। দক্ষিণ  কলম চৌড়া গ্রাম পঞ্চায়েতের  পাঁচ নম্বর  ওর্য়ডের  নতুন কলোনির  বাসিন্দা  ধরনী সরকার বয়ষ ৫৫  ।পুলিশের ভয়ে অন‍্যান‍্য রা ও পালিয়ে  যেতে সক্ষম  হয়েছে।  পুলিশ যাওয়ার পর অন্যান্য 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নেশাখোর খোঁজ করে দেখে গর্তে  পরে রয়েছে সে,   তার পর বৈষ্ণব চৌমুহনীর লোকজন  এসে গর্ত থে কে ওঠিয়ে  সঙ্গে  সঙ্গে  বক্সনগর সামাজিক  স্বাস্থ্য  কেন্দ্রে  নিয়ে যায়।প‍্রাথমিক চিকিৎসা  করে ই রোগীর  অবস্থা  আশংকা জনক দেখেই জি বি হাসপাতালে  রেফার  করে দেয় ডাক্তার বাবুরা। রাত বারোটা  সময়  জি বিতে  পৌঁছে। বৃহস্পতিবার  ভোরে ধরনী সরকার  না ফেরার দেশে চলে গেলেন।  । উনি মৃত্যু কালে রেখে  

গেছেন ১২ জন সন্তান, তিন কন্যা  এবং  ৯ পুএ  ওপুএ বধূ  আত্মীয়  পরিজন। অত্যন্ত  হত দরিদ্র পরিবার। সংসার করেছেন দুটি ,প্রথম স্ত্রী পরলোকগমন করেছেন,তার দ্ধিতীয় সংসারজীবন শুরু ,পেশায় ছিল বাশবেতের কাজ তার পর দিন মজুর হয়ে পড়েন।তার মৃত্যুর  কারন হিসাবে  জানা যায়  মাথায়  প্রচন্ড  আঘাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu