লংতরাই গুড়ো মশলার গাড়ী ও অটো সংঘর্ষে দুই জন আহত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১  নভেম্বর

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ আজকাল সারা  রাজ‍্যেই বেপরোয়া যানবাহন চলাচলের  কারনে বহু লোকের জীবন নিবল বাতি।সর্তকতা এবং  সাবধান তা ও সচেতন ভাবে  যে কনো যান চলালে এই ধরনের  

দূগর্টনা এড়ানো যেত। তেমনি একটি দূর্গটনার ঘটনা ঘটল বক্সনগর সোনামুড়া রোডের বাগবের গ্রাম পঞ্চায়েত  সংলগ্ন  বিজয় ডাক্তারের  বাড়ীর নীচে সড়কে। সন্ধ‍্যা পাঁচ ঘটিকার সময়  কমল নগর থেকে  একটি অটো বিশাল গড় ঘনিয়ামারা যাওয়ার পথে,বাগবের এলাকায় , বক্সনগর দিক থেকে  আসা লংতরাই গুড়া  মশলা গাড়ী অটোর সঙ্গে  মুখোমুখি  সংঘর্ষ ঘটে।অটো গাড়ী  নম্বর TR07-3731 এবং  লংতরাই গুড়া  মশলা গাড়ি  নম্বর TR01-Y-1754  ।অটো গাড়ীতে তিনজন যাএীছিল একই পরিবারের ।তা দের বাড়ী ঘনিয়া মারা বিশালগড় এলাকায়।আহতরা হলেন জহুরা  খাতুন ৩২ বছর এবং ফয়জুল ইসলাম ৩৪ সঙ্গে  রয়েছে শিশু  সন্তান। সংঘর্ষের বিকট শব্দ  শুনে বাগবের এলাকাবাসী  এসে সঙ্গে  

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


সঙ্গে  অটোর আহত যাএীদের বক্সনগর হাসপাতালে পাঠানোর ব‍্যবস্থা করলেন। ঘটনার বিবরণে প্রত‍্যক্ষ দর্শীরা জানান  লংতরাই গুড়া  মশলার গাড়ী এবং  অটো  গাড়ী দুটো ই ছিল ত্রীব্র গতি। কিন্তু  রাস্থার অবস্থা  ভালো নয় চড় বাকর ওঠে গর্ত হয়ে মরন ফাঁদ তৈরি  হয়ে  রয়েছে।  অটো এবং মশলার গাড়ীর চালক রাস্থায় যেটুকু ভালো জাগায়  ছিল  সেই জাগায় দিয়ে  কে কার আগে পেড়িয়ে  যাবে,তাতেই দূর্গটনার মূল কারন। অটোর সামনা ভেঙ্গে  তছনছ  হয়ে গেছে অপর দিকে মশলার গাড়ির কনো ক্ষয়ক্ষতি  হয় নি।  জহুরা  বেগমের নাক ফেটে রক্ত খরন এবং  মাথা  জোট লেগেছে। ফয়জুল ইসলামের হাতে পায়ে জোট লেগেছে  কিন্তু  ভাগ‍্যিস খুবই  ভাল 

শিশু টির কনো ধরনের আঘাত লাগেনি। উ ক্ত দূর্গটনার খবরাখবর কলমচৌড়া থানায়  পৌছতেই  কলমচৌড়া পুলিশ সঙ্গে  সঙ্গে  ঘটনা স্থলে এসে উপস্থিত  হন দূর্ঘনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে  তদন্তে নামেন।   বতর্মান  দুই জন যাএী হাসপাতালে  চিকিৎসাধীন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu