গনেশ বন্দনায় উৎসবমুখর ধর্মনগর-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

২ সেপ্টেম্বর

 শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ গনেশ বন্দনায় উৎসবমুখর ধর্মনগর । বিগত বছরগুলোর তুলনায় এবার ধর্মনগর শহরে দ্বিগুন বেড়েছে সিদ্ধিদাতা গনেশের আরাধনা । 

গণেশ চতুর্থীর দিন থেকে জনঢল নেমেছে পুজো প্রাঙ্গণগুলোতে । ধর্মনগরের গনেশ বন্দনায় এবারের বিশেষ আকর্ষণ ধর্মনগর জয় হিন্দ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত গনেশ পুজো। প্রায় ২৫ ফুট উচ্চতার গনেশের মূর্ত রয়েছে এই পুজো মন্ডপে।জয় হিন্দ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত  পূজার উদ্বোধন করেছেন  উপাধ্যক্ষ 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিশ্ববন্ধু সেন । এছাড়া ধর্মনগর পুরাতন মোটরস্ট্যান্ড ব্যবসায়ী সংঘের  এবারকার পূজো ৮ তম বর্ষে পদার্পণ করলো। এটি উত্তর জেলার সব চাইতে পুরোনো গনেশ পুজো । এছাড়াও কালীদিঘির পাড়ে রয়েছে গৈরিক সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পুজো।এছাড়া 

ধর্মনগরে রয়েচে বেশ কিছু গনেশ পুজো। বুধবার সন্ধ্যায় প্রতিটি পুজো প্রাঙ্গনেই আবাল বৃদ্ধ বনিতা পুণ্যার্থীদের ভীড় ছিল মন্ডপে মন্ডপে । বুধবার  সাধারণ জনগনের সাথে সাথে রাজনৈতিক নেতাদের ও দেখা গেছে বিভিন্ন পূজা মন্ডপ প্রাঙ্গণে ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu