৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

১৬ আগস্ট

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ  ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রাম পঞ্চায়েতের 

উদ্যোগে পূর্ব রৌয়া ৩ নং ওয়ার্ড ১ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় । উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন গ্রাম পঞ্চায়েতের ৬০ বছর এবং ৪০ বছরের প্রাক্তন ফুটবলপ্রেমী প্লেয়ারদের নিয়ে। এই ফুটবল টুর্নামেন্টিতে ফুটবলের মধ্যে কিক দিয়ে 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

খেলাটি শুরু করেন পূর্ব রৌয়া ৩ নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার বিমল দেব । উত্তর টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পূর্ব  রৌয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি মালতি নাথ, বিশিষ্ট সমাজসেবী ব্রজলাল নাথ, বিশ্বজিৎ দাস সহ 

এলাকার ছোট থেকে বড় বড় সকল অংশের ফুটবল প্রেমিক দর্শকরা , উক্ত খেলায় রেফারী হিসেবে নিজ ছিলেন অমৃত দেব সহকারী রেফারি বাপ্টু দেব ,সুশান্ত দাস । গ্রাম পঞ্চায়েতের এ হেন অপপ্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল অংশের জনগণেরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu