সবুজ ত্রিপুরা
১৬ আগস্ট
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের বর্ষ পুর্তি উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রক্কালে উওর জেলার পানিসাগরে নব রুপে
আত্মপ্রকাশ করে টিম হেল্পিং হিরোজ নামের সমাজ সেবি সংস্থা । এরই অঙ্গ হিসেবে আত্ম প্রকাশের শুভ লগ্নে দাড়িয়ে প্রথম বারের মতো ১৫ ই আগষ্ট উওর জেলার পানিসাগর থানার অন্তর্গত চাঁদ পুর গ্রামে অবস্তিত রাজ্যের এক মাএ মহর্ষি দয়ানন্দ আর্য গুরুকুলে আবাসিক ছাএিদের মধ্যে মিষ্টি খাওয়ানো হয়।স্বাধীনতা দিবসের পুন্য লগ্নে গরুকুলে থাকা আবাসিক প্রায় কুড়ি জন ছাএিদের মধ্যে মিষ্টি খাওয়ানো হয়।সংস্থার সদস্যদের সাথে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উপস্থিত ছিলেন গুরু কুলের প্রিন্সিপাল আচারিয়া রুচি গুপ্তা এবং ট্রাস্ট এর প্রেসিডেন্ট বিমান চন্দ্র নাথ।সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে,সংস্থাটিতে উওর জেলার পানিসাগর এলাকার পানিসাগর, পশ্চিম পানিসাগর, বিলথৈ এবং পেকুছড়া এলাকার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাএদের সমন্বয়ে ঘটিত।
এদের পক্ষ থেকে পানিসাগর মহকুমার সকল স্থরের জনগনের প্রতি আহবান রাখা হয় যে,মহকুমার জনগনের যে কোন ধরনের সমস্যা জনিত কারনে তাদেরকে অবগত করার জন্য।এরা আজকের দিনে শপত গ্রহণের মাধ্যমে অঙ্গিকার করেন যে,জনগনের সুখে দুঃখে ২৪ ঘন্টা নিরলস প্রয়াশ চালিয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ