সবুজ ত্রিপুরা
২৯ আগস্ট
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর ১৩৪তম জন্ম শতবার্ষিকী কে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আজ ২৮ শে আগস্ট
রবিবার এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই বসে আঁকো প্রতিযোগিতা ধর্মনগর শহরের নয়াপাড়া স্থিত দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে অনুষ্ঠিত করা হয়। মূলত, এই প্রথমবার ধর্মনগরের ধর্মনগর লাইভ নামে ফেসবুক পেজের উদ্যোগে এবং ত্রিপুরা আর্ট সোসাইটি ধর্মনগর এবং পানিসাগর শাখার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকল স্তরের অঙ্কন শিল্পীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় ধর্মনগর মহকুমা ছাড়াও অন্যান্য মহকুমা ও
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কুমারঘাট থেকেও বিভিন্ন আর্ট স্কুল ছাড়াও অন্যান্য স্কুল থেকে রেকর্ড ১৬২২ ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।উপস্থিত সকল অংকন শিল্পীদের ১:৩০মিনিট থেকে নাম নথিভুক্ত করা হয় এবং বেলা ২ টা থেকে শুরু করা হয় এই প্রতিযোগিতা, শেষ হয় বিকেল ৫ টায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল স্তরের অংকন শিল্পীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগর লাইভ ফেসবুক পেজের উদ্যোগে এই প্রথমবারের মতো এত বিশাল পরিসরে অংকন প্রতিযোগিতার আয়োজন করায় খুশির হাওয়া অভিভাবক মহলে। অভিভাবকরাও যথেষ্ট সহযোগিতা করেছেন। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে ভুলেননি ধর্মনগর লাইভ কতৃপক্ষ। এত ভিড় হয়েছিল যে পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে ট্রাফিক জ্যাম দেখা দেওয়ায়
ট্রাফিকের সাহায্য নেওয়া হয়। বসে আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাওয়ায় এই পেইজের ফাউন্ডার শুভজিত ঘোষ জানান এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে অংকন শিল্পীদের উৎসাহ বাড়ে আগামীতেও এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রতিযোগিতা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে ।
0 মন্তব্যসমূহ