নিজ বাড়িতেই আঙ্গুর ফলের চাষাবাদ শুরু করলেন এক আঙ্গুর চাষী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩০ মে

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আঙ্গুর চাষের প্রতি প্রলুব্ধ হয়ে অবশেষে নিজ বাড়িতেই আঙ্গুর ফলের চাষাবাদ শুরু করলেন তেলিয়ামুড়া 

ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক এক আঙ্গুর চাষী। বর্তমানে ফলন আশানুরূপ না হলেও তিনি হাল ছাড়েননি, বরঞ্চ আঙ্গুর চাষের প্রতি মনোনিবেশ করেছেন তিনি।কথা হচ্ছিল তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শ্যামল সরকারের।বিগত তিন-চার বছর পূর্বে পার্শ্ববর্তী রাজ্য অসমের গৌহাটি থেকে তিনি শখের বশে তিনি নিজ বাড়িতে একটি আঙ্গুর ফলের চারা গাছ এনে রোপণ করেছিলেন। এরপর থেকে বিগত দুই তিন বছর যাবত শ্যামল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরার মাটিতে আঙ্গুর ফল চাষ শুরু হয়। তবে আশানুরূপ ফলন না হলেও হাল ছাড়েননি শ্যামল বাবু। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন,,আঙ্গুর ফল চাষ করে বাজারের চাহিদা মেটানো সম্ভব না হলেও পরিবারের চাহিদা মেটানো সম্ভব হয়। 

কোন প্রকার সার ঔষধ ছাড়াই উঠানে আঙ্গুর ফল চাষ করছেন তিনি। তবে সরকারি সাহায্য সহযোগিতা পেলে  আঙ্গুর ফল চাষাবাদ নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে শ্যামল বাবুর।তবে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আঙ্গুর ফল চাষাবাদ অনেকটাই লাভ প্রদ হবে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu