সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় থেকে লাল ঝান্ডা নিয়ে সুবিশাল মিছিল সংঘটিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৭ মে

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সংবিধানের ১২৫ তম ধারাকে সংশোধন করতে বিল পাস, ককবরক ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত ও এ.ডি. সির হাতে আরো 

অধিক ক্ষমতা প্রদান, ভিলেজ কমিটির নির্বাচন অতি দ্রুত করার সহ ১১ দফা দাবির সমর্থনে মহকুমা শাসকের ডেপুটেশন প্রদানকালে গণপরিষদ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। সোমবার দুপুরে গণপতি পরিষদের উদ্যোগে দাবিগুলি প্রদান করা হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের নিকট।গনমুক্তি পরিষদ তেলিয়ামুড়া মহাকুমার কমিটি উদ্যোগে ডেপুটেশনের পড়বে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় থেকে এক লাল ঝান্ডা নিয়ে সুবিশাল মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি তেলিয়ামুড়া শহরের রাজপথ ধরেই মিছিল করে পুনরায় পার্টির কার্যালয়ে এসে সমাপ্তি হয়। এখানেই হয় এক সভা। সভাতে উপস্থিত ছিলেন, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাধাচরণ দেববর্মা, হেমন্ত কুমার জমাতিয়া, ডাঃ রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য গণমুক্তি পরিষদের নেতৃত্বরা।এই সভাস্থল থেকে ৫ জনের একটি প্রতিনিধিদল তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। এদিনের এই ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন গণমুক্তি পরিষদের নেতৃত্ব অরুণ দেববর্মা, ধনঞ্জয় দেববর্মা, ষস্ঠি দেববর্মা সহ আরো দুজন। যদিও এদিন মহকুমা শাসক কার্যালয়ের না থাকায় ডি.সি.এম এর কাছে ১১ দফা দাবির সমর্থনে দাবি সনদ গুলি তুলে দেওয়া হয়। এদিকে গণমুক্তি পরিষদের পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করতে গেলে ছিলেন না মহকুমা শাসক। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ডেপুটেশন প্রদান করেন ডিসিএম এর কাছে। 

যদিও ডিসিএম সাহেব নিজে রিসিভ না করে রিসিভ সেন্টার থেকে রিসিভ করা হয়েছে ডেপুটেশন। এদিকে তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে সভায় বক্তব্য রাখেন গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত দেববর্মা অন্যান্য বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu